Saturday, September 7, 2024

১১ কোটি লোকের প্যানকার্ড বাতিল, সঙ্গে এদেরকেও দিতে হবে মোটা টাকা জরিমানা!

সম্প্রতি প্যান কার্ড সংক্রান্ত এমন একটি তথ্য সামনে এসেছে, যা শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠে যাবে। কেন্দ্র সরকার থেকে বারবার বলা হয়েছিল প্যান কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটা করে নিতে। যদি তা না করা হয় তাহলে কিন্তু চরম খেসারত দিতে হবে। কিন্তু কথাতেই আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না। তো সেরকমটাই হয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রেও। যার কারণে ভারতের প্রায় ১৫ শতাংশ প্যান কার্ড অর্থাৎ ১১ কোটি প্যান কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে।

কিন্তু কী কারনে হঠাৎ করে ১১ কোটির বেশি প্যান কার্ড বাতিল করে দেওয়া হলো। সেই কথাটাই বুঝতে পারছেন না সাধারণ মানুষ। আসলে বিষয়টা কিছুই না। বিষয়টা হলো সরকার সেই সমস্ত প্যান কার্ডই পুরোপুরিভাবে বাতিল করেছে যেই প্যান কার্ড গুলোর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো ছিল না। কেন্দ্র সরকার থেকে বারবার বলা হয়েছিল যেন সাধারণ মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও মানুষের গায়ে লাগেনি কথা। তার ফলেই এই অবস্থা।

PAN card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১১ কোটির বেশি সংখ্যক প্যান কার্ড যে বাতিল হবে, এই তথ্য সামনে এনেছেন মধ্যপ্রদেশের এক সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের রিপোর্টের ভিত্তিতে। তবে যাইহোক, আগেই বলা হয়েছিল যে, যেসব প্যান কার্ড পুরোপুরি ভাবে বাতিল হয়ে যাবে, সেই সমস্ত প্যান কার্ডের হোল্ডারটা যদি নতুন করে আবার প্যান কার্ড করতে যান, তাহলে কিন্তু তাদের জরিমানা হিসাবে ১,০০০ টাকা দিতেই হবে।

এখানে আরও একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। সেটা হচ্ছে যারা নিজেদের প্যান কার্ড ২০১৭ সালের ১লা জুলাইয়ের পরর করেছেন, তাদের কিন্তু আধার কার্ড লিঙ্ক করতে হবে না। কারণ তখন নিয়মই ছিল যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে হবে। তাদের ক্ষেত্রে এই ভয় নেই যে প্যান কার্ড বাতিল হবে।। তবে এখনো পর্যন্ত যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারেনি, তাদের হয়ে সমাজকর্মী চন্দ্রশেখর গৌড় এটা দাবি তুলেছেন যে? প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা যেন আরো এক বছর বাড়ানো হয় এবং যে হাজার টাকা জরিমানা করার কথা বলা হয়েছে, সেটা যেন না নেওয়া হয়।

আপনার জন্য
WhatsApp Logo