Wednesday, January 15, 2025

বিনামূল্যে আরও ৫ বছর রেশন! বিরাট ভর্তুকি ঘোষণা গ্যাসেও, দেশের ৮০ কোটি মানুষের জন্য বিরাট খুশির খবর

সারাদেশে রেশন দেওয়া নিয়ে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), এমন একটি ঘোষণা করেছেন যা শোনার পর খুশি হয়েছেন বলতে গেলে সকলেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণা কার্যকর হওয়ার পর দেশের প্রায় ৮০ কোটি সাধারণ জনগণ উপকৃত হবেন।

দেশে যখন করোনা শুরু হয়েছিল, তখন সাধারণ মানুষ যাতে অন্ততপক্ষে দুবেলা পেট ভরে খেতে পারে, তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল। তারফলে দেশের কয়েক কোটি দরিদ্র মানুষ উপকৃত হয়েছিলেন। করোনার সময় থেকে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন দিয়ে আসছে। তবে একটা প্রশ্ন সবার মনেই ছিল যে এখন তো কোভিড শেষ হয়ে গেছে,তাহলে আর কতদিন পর্যন্ত বিনামূল্য রিলেশন পাওয়া যাবে।

Ration Shop with Modi picture

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছত্রিশগড় রাজ্যের এক জনসভায় গিয়ে এই বিনামূল্যে রেশন দেওয়ার বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা থেকে এটা স্পষ্ট যে দেশের সাধারণ দরিদ্র জনগণ আরও কত বছর পর্যন্ত বিনামূল্য রেশন পাবেন। সেই জনসভায় তিনি বলেন যে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার বিজেপি সরকার আরও আগামী ৫ বছর দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেবে।’

কেন্দ্র সরকার থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে সাধারণ মানুষদের বিনামূল্যে রেশন দেওয়া হয়। এই যোজনায় দরিদ্র মানুষদের ৫ কেজি করে খাদ্যশষ্য দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় পূনরায় দেশের প্রায় ৮০ কোটি মানুষ নতুন করে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ মানুষের উপকার করার জন্য। তাই শুধুমাত্র বিপিএল কার্ড যাদের রয়েছে, শুধুমাত্র তারাই এই নতুন সুবিধা পাবেন।

আপনার জন্য
WhatsApp Logo