Thursday, December 26, 2024

সাধারণ আধার কার্ড অতিত! এবার এই সকল মানুষদের বানাতে হবে নীল আধার কার্ড, হয়ে যান তৈরি

সাধারণ আধার কার্ড তো ব্যবহার করেন, কিন্তু ব্লু আধার কার্ড (Blue Aadhaar Card) সম্পর্কে আপনার জানা আছে কি? জানেন কি সেই ব্লু আধার কার্ড কাদের বানানো প্রয়োজন? আর কোন কাজেই বা লাগে ব্লু আধার কার্ড? যদি আপনার ব্লু আধার কার্ড সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে জেনে নিন কী এই ব্লু আধার কার্ড আর কাদের বানাতে হবে এই বিশেষ আধার কার্ড।

ব্লু আধার কার্ড কী এবং কাদের করতে হবে? 

প্রথমেই জেনে নিন ব্লু আধার কার্ড মানে কী। ব্লু আধার কার্ড আর কিছুই নয়, ব্লু আধার কার্ড মানে হল ‘Baal Aadhar Card‘। অর্থাৎ বাচ্চাদের জন্য যে আধার কার্ড। যেসব বাচ্চাদের বয়স পাঁচ বছরের নিচে, তাদের জন্য করতে হবে এই ব্লু আধার কার্ড। যাদের বয়স পাঁচ বছরের কম, তাদের ক্ষেত্রে সাধারণ আধার কার্ড ব্যবহার করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই শিশুদের জন্য এই বিশেষ আধার কার্ডের ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন কাজে লাগবে ব্লু আধার কার্ড? A 4-5 year old girl holds Aadhaar card in her hand

বতর্মানে দেশের বেশিরভাগ যে আধার কার্ড ব্যবহার করছে, ব্লু আধার কার্ডও সেরকমই। সাধারণ আধার কার্ডের মতো ব্লু আধার কার্ডেও ১২ ডিজিটের একটা সংখ্যা থাকবে। ব্লু আধার কার্ড ব্যবহার করা যাবে বাচ্চাদের স্কুলে ভর্তির সময়, যেকোনো সরকারি যোজনার সুবিধা পেতে এবং অন্যান্য কাজ করতে। সাধারণ আধার কার্ডের মতই আবার একটি নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ যখন বাচ্চার বয়স পাঁচ বছর অতিক্রম করবে, তখন আবার এই ব্লু আধার কার্ড আপডেট করাতে হবে।

কিভাবে ব্লু আধার কার্ড করতে হবে?

যেসব মাতা পিতার পাঁচ বছরের কম বয়স্ক সন্তান রয়েছে,তাদের অতি অবশ্যই ব্লু আধার কার্ড করতে হবে। এক্ষেত্রে অনলাইনে আপনি ব্লু আধার কার্ড করতে পারবেন না। এর জন্য আপনাকে নিজের নিকটবর্তী আধার গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে মাতা পিতার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এই আধার কার্ড করতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo