পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা কেন্দ্র সরকারের মোটা বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট (Job Update) নিয়ে হাজির হয়েছি আমরা। যেখানে কেন্দ্রের ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টারের (VCRC) তরফ থেকে একাধিক পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন জেনে নিই বিস্তারিত।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রের VCRC’র তরফ থেকে মোট ১২ টি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: TA (LS), TA (CS), UR-1, EWS-1, TA (PHYSIO), TA (CHEM), TA (SW), TA (EE), A (CE), TA (BIOINFO), TECH (MLT), TECH (R&AC), TECH (PLUMB), LA (LAB), LA (C&H) এবং LA (IM)।
শিক্ষাগত যোগ্যতা: প্রতিটা পদের জন্যই এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন। তবে কিছু পদ এমন আছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ১৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাক পর্যন্ত।
বয়সসীমা: পদ অনুযায়ী এখানে বয়সসীমা চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন। যা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। তবে সব পদেই সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেয়া হয়েছে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ০৮/১১/২০২৩ এর আগে নিচে দেয়া Apply Now অপশনে ক্লিক করে সরাসরি আবেদন করে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র এবং পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
আবেদন মূল্য: উল্লেখ নেই।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।