মাধ্যমিক পাশ হলেই করুন আবেদন! প্রকাশিত হলো পোষ্ট অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন পদ্ধতি

মাধ্যমিক পাশ হলেই সুখবর। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ (India Post office)। যেখানে মাসিক বেতন দেয়া হবে কমিশনের লেবেল ২ এবং ৭ অনুযায়ী। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি পোষ্ট অফিসে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এখানে আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত সব কিছু আলোচনা করা হবে।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় ডাক বিভাগ তাদের Staff Car Driver পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৬ টির মতো। পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরিপ্রার্থীরা যারা Car driving করতে পারেন তাঁর এখানে আবেদন করতে পারবেন।

Post office

বেতন: চাকরি নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে কমিশনের লেবেল ২ এবং কমিশনের লেবেল ৭ অনুযায়ী। অর্থাৎ ১৯,০০০ টাকা থেকে ৬৩,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেয়া হবে এখানে ।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং driving licence থাকলেই তাঁরা পোষ্ট অফিসের Staff Car Driver পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: পোষ্ট অফিসের উক্ত পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ৫৬ বছরের কম। অর্থাত্ ৫৬ বছরের নিম্নে বয়সের ব্যক্তিরা এখানে আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩১/১০/২০২৩ এর মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেয়া হল। এছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে সেটি পূরণ করে নিচে দেয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: O/o Senior Manager , Mail Motor Service , C -121 , Naraina Industrial Area Phase – I , Naraina , New Delhi – 110028.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুনমাধ্যমিক পাশে কেন্দ্রের PMSSY দপ্তরে চাকরি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment