চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপনারা হয়তো জানেন যে এর আগে ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবারে ফের একবার বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল, যেখানে দেশ ব্যাপি রেলের প্রায় বিভিন্ন শাখাতে ১.৭ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি রেলে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
যে পদে কর্মী নিয়োগ হবে: মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবারে ভারতীয় রেলের ১.৭ লক্ষ শূন্যপদে (গ্রুপ ডি) পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্তের বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: রেলের গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ। সেই সাথে ট্রেডে আইটিআই কোর্স (Trade ITI course) কমপ্লিট করা থাকলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: রেলের গ্ৰুপ ডি পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৩৩ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেয়া হবে।
মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ২৫, ৫৬০ টাকা থেকে সর্বোচ্চ ২৭,৯২০ টাকা পর্যন্ত বেতন।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরিপ্রার্থীদের জানানো যাচ্ছে যে রেলের এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। তবে খুব সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই এটি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে তা জানিয়ে দেয়া হবে আমাদের পোর্টালে। এছাড়াও দেশ ব্যাপি আরো নিউজ মিডিয়া পোর্টালে তা প্রকাশ পাবে। এছাড়াও বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর RRB অফিসিয়াল বিজ্ঞপ্তি গিয়ে যে কেউই আবেদন করতে পারবেন।