জেলার ডিএম অফিস থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস, স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি এবং গ্রুপ সি লেভেলের দুই ধরনের পদে চাকরি খালি রয়েছে। যারা কম শিক্ষকতা যোগ্যতা সরকারি চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য আজকের এই চাকরির খবর। পদের নাম, মাসিক বেতন, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ বাকি সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
কোন কোন পদে চাকরি খালি রয়েছে ; জেলার ডিএম অফিস গ্রুপ সি লেভেলের সুপারিন্টেন্ডেন্ট পদে এবং গ্রুপ ডি লেভেলের মেট্রোন পদে চাকরি খালি রয়েছে।
মাসিক বেতন ; DM-অফিসের গ্রুপ সি লেভেলের সুপারিন্টেন্ডেন্ট পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ১২,০০০ টাকা। অপরদিকে গ্রুপ ডি লেভেলের মেট্রন পদে চাকরি পেলে আপনার বেতন হবে মাসিক ৮,০০০ টাকা।
প্রয়োজনীয় যোগ্যতা ; DM-অফিসের গ্রুপ সি লেভেলের সুপারিন্টেন্ডেন্ট পদে চাকরি করার জন্য আপনাকে অবশ্যই অন্ততপক্ষে স্নাতক পাস হতে হবে। আর যদি আপনি মেট্রোন পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে।
প্রয়োজনীয় বয়স ; আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স কত হতে হবে সেটা বলা হয়নি। তবে উভয় পদের ক্ষেত্রেই আবেদন করার সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি পদের ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন।।
কিভাবে আবেদন করতে হবে ; আবেদন করতে হবে করতে হবে অফলাইনে। অফলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে আবেদনপত্র সংগ্রহ করে প্রিন্ট আউট বের করতে হবে। আবেদনপত্র এবং অফিশিয়াল নোটিশ দুটোই আপনারা আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে পাবেন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে, অফিশিয়াল বিজ্ঞপ্তির প্রথম পেজে উল্লেখ করা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো সেপ্টেম্বর মাসের ৯ তারিখ।