রেশন কার্ডের (Ration card) সুবিধা তো নিয়ে যাচ্ছেন, কিন্তু এবার রেশন কার্ড নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত শোনার পর আপনার মাথায় হাত পড়তে চলেছে। কারণ-এখন থেকে চাইলেই সকলে আর রেশন কার্ডের সুবিধা নিতে পারবেন না। আবার এখন থেকে রেশন কার্ডের জন্য আবেদন করতেও আপনাকে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। এবং যদি আপনার সেই শর্ত পূরণ হয়,তাহলেই আপনাকে রেশন কার্ড দেওয়া হবে। সঙ্গে এতদিন থেকে যারা রেশন কার্ডের সুবিধা নিয়ে আসছিলেন, তাদেরও এবার মাথায় হাত পড়তে চলেছে। কারণ সুবিধাভোগী বহু মানুষের রেশন কার্ড সরকার এবার বাতিল করতে চলেছে। এর পেছনে রয়েছে বিরাট বড় কারণ।
রাজ্যের প্রচুর রেশন কার্ড বাতিল করার পেছনে একটা বড়ো কারণ রয়েছে। আর্থিক অবস্থা ভালো তবুও সরকারের কাছ থেকে রেশনের সুবিধা পাচ্ছে,এমন মানুষের সংখ্যা এ রাজ্যে প্রচুর। ফলে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে গরিব,যাদের সত্যি রেশনের প্রয়োজন,তারা প্রয়োজনীয় রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। সুবিধাবাদী মানুষের জন্য যাতে সেইসমস্ত মানুষ বঞ্চিত না হন যাদের সরকারি সাহায্য হিসেবে রেশনের প্রয়োজন,তার জন্য সরকারের এই সিদ্ধান্ত।
সরকার থেকে এখন বলা হচ্ছে,এখন সেই সমস্ত মানুষ শুধুমাত্র রেশন কার্ডের সুবিধা নিতে পারবেন যাদের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলো পূরণ হবে।
১) যদি আপনার কোনো চারচাকা গাড়ি থাকে।
২) যদি আপনার কোনো প্লট, বড়ো বাড়ি বা ফ্ল্যাটের মালিক হন।
৩) আপনার কোন সদস্য সরকারি চাকরিজীবি হলে।
৪) আপনার পারিবারিক বার্ষিক তিন লক্ষ টাকার বেশি হয়,তাহলে আপনি রেশন কার্ডের সুবিধা দিতে পারবেন না অর্থাৎ আপনাকে রেশন কার্ড দেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্তে দেখা যাবে রাজ্যের বহু মানুষ এমন রয়েছে যাদের এই সমস্ত শর্তগুলো পূরণ হয় না। তবুও তারা রেশন কার্ডের সুবিধা নিয়ে এসেছে। ফলে তাদের জন্য যারা প্রকৃত পক্ষে রেশনের দাবিদার, তারা রেশন থেকে বঞ্চিত হচ্ছিল। সরকারের এই সিদ্ধান্তে তারা যে উপকৃত হবেন, সেটাই আশা করা যায়।।