কোনোরকম পরীক্ষা ছাড়াই চাকরি খালি রয়েছে কোচিং শিপইয়ার্ড লিমিটেডে। মোট ২১ ধরনের পদে এবং ৩০০ এর বেশি শূন্য পদে কর্মী নেওয়া হবে কোচিং শিপইয়ার্ড লিমিটেডে। কোন কোন পদে চাকরি খালি রয়েছে, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী লাগবে, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ নীচে উল্লেখ করা হলো।
কোন কোন পদে চাকরি খালি রয়েছে: কোচিং শিপইয়ার্ড লিমিটেডে মোট ২১ ধরনের পদে চাকরি রয়েছে। এর মধ্যে কয়েকটি পদ হলো মোটর মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার,পেইন্টার, প্লামবার, মেটাল ওয়ার্কার, ডিজেল মেকানিক ছাড়াও টেকশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ নিয়োগ করা হবে।
বয়সসীমা: কোচিং শিপইয়ার্ড লিমিটেডের যে ১৫ ধরনের পদে নিয়োগ করা হবে সেই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে প্রার্থীর সর্বোচ্চ বয়স কত হলে আবেদন করা যাবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। অর্থাৎ ১৮ বছরের উপরে যেকোনো বয়সে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা: উপরে যে পদ গুলোর নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগ পদে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট পদ অনুযায়ী আই.টি.আই করা থাকলে আবেদন করতে পারবেন। অপরদিকে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে যে সমস্ত পদে নিয়োগ করা হবে, সেইবসমস্ত পদের ক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে হবে না। আবেদনকারী প্রার্থীদের ট্রেড অনুযায়ী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্টিং করে বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: যোগ্য প্রার্থীরা আবেদন করার জন্য www.cochinshipyard.in ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তির চার নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন। চার নম্বর পেজে অনলাইন আবেদন সংক্রান্ত সমস্ত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। সেই সমস্ত বিষয়বস্তু ভালো করার পরেই আবেদন করবেন। আবেদন শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের ২০ তারিখে এবং আবেদন চলবে পরবর্তী অক্টোবর মাসের ৪ তারিখ পযর্ন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।