মাসিক ১৬,০০০ টাকা বেতন! পশ্চিমবঙ্গ পুলিশে group C পদে নিয়োগ কর্মী, এভাবে জানান আবেদন

পশ্চিমবঙ্গ পুলিশের গ্ৰুপ সি পদ অর্থাৎ data entry operator পদে নিয়োগ হতে চলেছে কর্মী। যার মাসিক বেতন হচ্ছে ১৬,০০০ টাকা। তাই আপনি যদি এই মুহূর্তে একটি সরকারি চাকরি খুঁজে থাকেন জেনে নেই পশ্চিমবঙ্গ পুলিশের গ্ৰুপ সি পদের জন্য আবেদন পদ্ধতি এবং আবেদন করার শেষ তারিখ সহ আরো বিস্তারিত তথ্য।

যে পদে কর্মী নিয়োগ হবেঃ গ্ৰুপ সি তথা data entry operator পদ। যেই পদের স্থায়িত্ব হচ্ছে ১ বছর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

শূন্যপদ সংখ্যাঃ এখানে মোট শূন্যপদ রয়েছে ৫টি।

শিক্ষাগত যোগ্যতাঃ পশ্চিমবঙ্গ পুলিশের গ্ৰুপ সি তথা data entry operator পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাশ সেই সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের (computer application) উপর কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও যে কোন সরকারি হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে পূর্বের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল চাকরিপ্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ তারাই আবেদন করতে পারবেন।

Police constable

বেতনঃ প্রতিমাসে ১৬,০০০ টাকা।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩১ আগস্টের আগে নিচে দেয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। তবে তার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদপত্র ডাউনলোড করে নিতে হবে। ফর্ম পূরণ করে তারপর নিচে দেয়া ঠিকানায় উক্ত ফর্মটি পাঠাতে হবে।

 

এই ঠিকানায় আবেদনপত্র পাঠানঃ 

The Director General of Police, Telecommunication(HQ), West Bengal, 3, Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata, PIN – 700040.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment