Saturday, December 21, 2024

লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের পৌরসভায় নিয়োগ প্রচুর কর্মী! জানুন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ

লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের পৌরসভায় নিয়োগ হচ্ছে কর্মী। পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোন নাগরিক আবেদন করতে পারবেন এখানে। তাই আপনিও পৌরসভায় চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়তে হবে আমাদের এই প্রতিবেদনটি। এখানে আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ আলোচনা করা হবে।

যে পদে কর্মী নিয়োগ হবে: ২টি পদে কর্মী নিয়োগ করছে পৌরসভা। সেই পদ ২টি হচ্ছে Staff nurse এবং medical officer। এই দুটি পদ মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে মোট ৯টি।

 

নিয়োগ স্থান: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের ভাটপাড়া পৌরসভায় নিয়োগ হচ্ছে এই কর্মী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: উক্ত দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিভিন্ন ভিন্ন। যেমন Staff nurse পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নার্সিং অথবা GNM কোর্স নার্সরা এখানে আবেদন করতে পারবেন। অপরদিকে medical officer পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে MBBS অথবা post Graduate করা চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।

 

বেতন: শিক্ষাগত যোগ্যতার মতো দুটি পদের বেতনও ভিন্ন ভিন্ন। শুধুমাত্র medical officer পদের মাসিক বেতন হচ্ছে ৪০ হাজার টাকা।

Job

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৩ বছর হলেই উক্ত দুটি পদের জন্য আবেদন করতে পারবেন। সেই সাথে পূর্বের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। তাই জরুরী কাগজপত্র সহ ২১ আগস্ট ২০২৩ এ নিচে দেয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে।

 

ইন্টারভিউ স্থান: 1/1, West Ghoshpara Road, P.O. Kankinara, District: North 24 Parganas. PIN-743126

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo