Monday, December 30, 2024

শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ! ২২ হাজার টাকা বেতন, রাজ্যের এই পদে নিয়োগ প্রচুর কর্মী

যারা চাকরি সন্ধানী মানুষ আছেন তাদের জন্য খুশির খবর। আপনি যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন আপনার জন্য একটি আনন্দের সংবাদ। সম্প্রতি রাজ্যের ক্লার্ক তথা গ্রুপ সি (group-C) পদে নিয়োগ হতে চলেছে প্রচুর সংখ্যক কর্মী। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ থাকলেই করা যাবে আবেদন‌। চলুন জেনে নিই বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবেঃ ক্লার্ক তথা গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হবে। যা নিয়োগ বিজ্ঞপ্তিতে থেকে জানা গিয়েছে।

 

মাসিক বেতনঃ চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। যারা রাজ্যের ক্লার্ক তথা গ্রুপ সি পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন এখানে দেয়া হবে লেবেল ৬ অনুযায়ী। অর্থাৎ একজন চাকরিপ্রার্থীরা ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত তিনি মাসিক বেতন পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

শিক্ষাগত যোগ্যতাঃ রাজ্যের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ (HS pass) এবং বয়স সীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩১ আগস্টের আগে নিচে দেয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে এরপর অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে এবং অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেয়া হল।

আবেদনপত্র এই ঠিকানায় পাঠানঃ 

Sri Sri Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan. Kalidanga. P.O.- Kharbona, P.S. – Rampurhat, Dist. Birbhum – 731233 (W.B) from 11 a.m. to I p.m. on all working day (except Govt. holiday).

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদনপত্র ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo