Saturday, December 21, 2024

রাজ্যে ফুড SI পদে চাকরির দুর্দান্ত সুযোগ! এই মাত্র প্রকাশিত হলো বিজ্ঞপ্তি, জানুন আবেদন পদ্ধতি

রাজ্যে ফুড SI পদে চাকরির জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন পশ্চিমবঙ্গের (West Bengal) চাকরিপ্রার্থীরা। তবে সম্প্রতি খবর পাওয়া গেছে যে ফুড SI পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কবে বের হবে। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে আর মাত্র ১ সপ্তাহ পরেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ফুড SI পদে চাকরির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হবে। তাই যারা ফুড SI পদে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন তারা জেনে নিন কোন দিন বের হবে ফুড SI পদে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ফুড SI পদে ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ হবে কর্মী।

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করা থাকলেই ফুড SI এর উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা: ১৮ বছরের উর্ধ্বে থাকা ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। তবে নিয়োগ বিজ্ঞপ্তি বের হওয়া না পর্যন্ত বলা যাচ্ছে না সঠিক বয়সসীমা কতো চাওয়া হয়েছে উক্ত পদের জন্য।

বেতন: ফুড SI পদের মাসিক বেতন মোটামুটি ভালোই। মাসিক বেতন সম্পর্কিত তথ্য যা নিয়োগ বিজ্ঞপ্তি বের হলে দেখে নিতে হবে।

employment

নিয়োগ পদ্ধতি: এখানে নিয়োগ পদ্ধতি হবে ৩ স্তরে। প্রথমে লিখিত পরীক্ষা, দ্বিতীয় পার্সোনালিটি টেস্ট এবং তৃতীয় ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী ২৩ অগস্ট বুধবার থেকে ফুড SI এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া হবে অনলাইন পদ্ধতিতে। যা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও ফুড SI এর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হলে আমাদের পোর্টালে প্রতিবেদন প্রকাশ করা হবে।

আপনার জন্য
WhatsApp Logo