Saturday, December 21, 2024

ভুলে যান লক্ষী ভান্ডার! এই প্রকল্পের ফর্ম পূরণ করলে ১,০০০ টাকা করে দিচ্ছে রাজ্যে সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের উন্নয়নের লক্ষ্যে এবং গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য বহু প্রকল্প বা স্কিম চালু করেছেন তিনি। যেই প্রকল্প বা স্কিমের সরাসরি ফায়দা নিচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। এমনকি দিন যতো যাচ্ছে গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলোর জন্য আরো নতুন নতুন সব প্রকল্প চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কয়েকটি জনপ্রিয় প্রকল্পের কথা না হয় আলোচনা করা হলো না এই প্রতিবেদনে। তবে এটা মোটামুটি সবারই জানা যে লক্ষী ভান্ডার (Lakshmi Vander) এবং কন্যাশ্রীর মতো প্রকল্প গুলো সাড়া ফেলে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে। তবে এসব প্রকল্পের মধ্যেও এমন একটি প্রকল্প রয়েছে যেখানে ফর্ম পূরণ করে আবেদন করলে প্রতিমাসে মিলবে ১,০০০/ টাকা করে। কিন্তু অনেকেই সেই প্রকল্পের কথা না জানার কারণে তার ফায়দা নিতে পারছেন না।

Sarkari scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর সেই প্রকল্পের নাম হচ্ছে বার্ধক্য পেনশন স্কিম। এই প্রকল্প বা স্কিমটি চালু করা হয়েছে ৬০ বছরের উর্ধ্বে মানুষের জন্য, যারা কিনা বৃদ্ধ হওয়ার কারণে কোন কাজ করতে পারেন না। সামান্য কিছুর টাকার জন্যও হাত পাততে হয় ছেলে মেয়ের কাছে। নিজের কিছু শখ কিংবা কিছু খেতে ইচ্ছে করলেও টাকার অভাবে কিনতে পারছেন না। আর এই সমস্ত বয়স্ক মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন বার্ধক্য পেনশন স্কিম। যেখানে নাম তুললে প্রতিমাসে মিলবে ১,০০০ টাকা করে পেনশন।

কিভাবে নাম তুলবেন বার্ধক্য পেনশন স্কিমে? রাজ্যে আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়ে বার্ধক্য পেনশন স্কিমের ফর্ম পূরণ করে জমা দিলেই ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তিরা প্রতিমাসে পাবে ১,০০০ টাকা করে।

আরও পড়ুন: ৫, ১০ নয় রাজ্যের এই নয়া প্রকল্পে বেকার যুবক-যুবতীরা পাবে ১.৫ লক্ষ টাকা! এভাবে তুলুন নাম

আপনার জন্য
WhatsApp Logo