যারা মাধ্যমিক পরিক্ষা দিয়ে ঘরে বসে আছেন কিংবা মাধ্যমিকের পরেও পড়াশোনা করছেন চাকরির জন্য তাদের জন্য সুখবর। রাজ্যের বিদ্যুত দপ্তর WBPDCL এ রয়েছে চাকরির দারুন সুযোগ। তাই আপনি যদি WBPDCL এ চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, WBPDCL দুটি পদের জন্য কর্মী নিয়োগ করছে সেই পদ ২ হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস। এই ২টি পদের জন্য শূন্যপদ কতো এবং মাসিক বেতন কতো বিস্তারিত সবকিছু আলোচনা করা হলো নিচে।
১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: এখানে ৪টি ট্রেডে মোট ৩০ জন কর্মী নিয়োগ করা হবে। সেই ট্রেড গুলো হচ্ছে Mechanical, Electrical, Instrumentation এবং Mining। এই পদে চাকরি করতে হলে প্রার্থীকে B.Teh হতে হবে। যার মাসিক বেতন দেয়া হবে ৯,০০০ টাকা বৃত্তি বাবদ। এবং বয়সসীমা সর্বোচ্চ ২৫ হলেই আবেদন করা যাবে এখানে।
২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: এখানে ৩টি ট্রেডে মোট ৩০ জন কর্মী নিয়োগ করছে WBPDCL। সেই ৩টি ট্রেড হচ্ছে Mechanical, Electrical, Instrumentation। কোন কোন ট্রেডে কতো শূন্যপদ তা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে মাধ্যমিক পাশের সাথে ITI ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে। এখানে মাসিক বেতন হচ্ছে ৮,০০০ টাকা বৃত্তি বাবদ এবং প্রার্থীকে ১ বছরের জন্য চাকরিতে নিয়োগ করা হবে এখানে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে বয়সসীমা চাওয়া হয়েছে সর্বোচ্চ ২৪ বছর।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের ২১ সেপ্টেম্বরের আগে www.wbpdcl.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে গিয়ে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় এজন্য চাকরিপ্রার্থীরা চাইলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।