শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশেই আমাদের রাজ্যের বেশ কয়েকটি জেলায়,ভারতীয় রেলের বিভিন্ন পদে চাকরি খালি রয়েছে। যাদের মনে ভারতীয় রেলে চাকরি করার ইচ্ছে রয়েছে, তাদের জন্য এটা একটা বড়ো সুযোগ। ভলেন্টিয়ার হিসাবে ভারতীয় রেলে, আমাদের রাজ্যে ঠিক কোন কোন পদে চাকরি খালি রয়েছে, চাকরি পেলে মাসিক বেতন কেমন হবে,, আবেদন পদ্ধতি কী? সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
পদের নাম এবং শূন্যপদ সংখ্যা ; ভারতীয় রেলের তরফে পশ্চিমবঙ্গের চাইল্ড ডেভেলপমেন্ট দফতরে বিভিন্ন পদে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। যে পদগুলোতে চাকরি খালি রয়েছে, তা হলো প্রজেক্ট কো-অর্ডিনেটর, কাউন্সিলর, চাইল্ড হেল্প সুপারভাইজার এবং কেস ওয়ার্কার। এই পদগুলোর জন্যেই প্রচুর সংখ্যক শূন্যপদ খালি রয়েছে। অফিশিয়াল নোটিশ থেকে তা চেক করতে পারেন।
মাসিক বেতন ; ভারতীয় রেলের তরফে অল্প শিক্ষাগত যোগ্যতায় যে পদগুলোতে নিয়োগ হবে, সেই পদগুলোর মাসিক বেতন মোটামুটি ভালোই। চাকরি পাওয়ার পর আপনার সর্বোচ্চ মাসিক বেতন হতে পারে ১২ হাজার টাকা এবং আপনি সর্বোচ্চ মাসিক বেতন পেতে পারেন ৩৫ হাজার টাকা।
প্রয়োজনীয় যোগ্যতা ; আবেদন করার জন্য প্রার্থীর খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যদি আপনি মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন, তাহলেই আপনি ভারতীয় রেলের উপরে উল্লেখিত পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় বয়স ; উপরে উল্লেখ করা পদগুলোর মধ্যে যেকোনো একটার জন্য আবেদন করতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। এবং সর্বোচ্চ হতে হবে ৪৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগর প্রার্থীরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
কিভাবে আবেদন করতে হবে?; ‘https://dcrtrecruitment.in/apply-online’ এই ওয়েবসাইট ভিজিট করে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে আপনাদের Gmail or mobile no. সহ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্টার করা হয়ে গেলে দ্বিতীয় বার আপনাকে ওয়েব সাইটে লগইন করতে হবে। লগইন করার পর আপনি ওয়েবসাইটে আবেদন করার পেজ পেয়ে যাবেন। সেখান থেকে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। নিজে আবেদন না করতে পারলে কাছের কোনো অনলাইন দোকান থেকে আবেদন করতে পারবেন।।
অফিশিয়াল নোটিশ পেতে আমাদের WhatsApp Group জয়েন করুন।