কম শিক্ষাগত যোগ্যতায় মোটা বেতনের চাকরি। কেন্দ্রের সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার ৪টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যার মাসিক বেতন ২৫,০০০ টাকা থেকে ৮১ হাজার টাকা পর্যন্ত। শুধুমাত্র স্নাতক পাশ করা থাকলেই আবেদন করা যাবে এই পদ গুলোর জন্য। চলুন জেনে নিই বিস্তারিত।
কেন্দ্রের সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার ৪টি পদ ফাঁকা। পদ গুলো হচ্ছে, ১) অফিস এটেনডেন্ট, ২) অ্যাসিস্ট্যান্ট, ৩) অ্যাসিস্ট্যান্ট ( ES-IV) এবং ৪) অ্যাসিস্ট্যান্ট (A-II)। যেখানে শূন্যপদ রয়েছে আলাদা আলাদা। অফিসার এটেনডেন্ট পদে শূন্যপদ সংখ্যা ১টি, অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ রয়েছে ৪টি, অ্যাসিস্ট্যান্ট ( ES-IV) পদের জন্য শূন্যপদ সংখ্যা প্রকাশ করা হয়েছে ২ টি এবং অ্যাসিস্ট্যান্ট (A-II) এ শূন্যপদ রয়েছে ৬টি। যদিও ৪টি পদে শূন্যপদ আলাদা আলাদা হওয়ার মতো বেতনও এই ৪টি পদের বিভিন্ন বিভিন্ন। শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ( A-II) পদের মাসিক বেতন শুরু হচ্ছে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত। অন্যান্য পদগুলোতে বেতন আরও বেশি।
আরো পড়ুন – ভারতীয় রেলের অসংখ্য লোকো পাইলট নিয়োগ
বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হলেই উক্ত এই পদ গুলোতে করা যাবে আবেদন। আগ্রহী চাকরিপ্রার্থীদেরstpi.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও কেউ চাইলে নিকটবর্তী সাইবার ক্যাফেতেও গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ৫০০ টাকা আবেদন মূল্য নেয়া হবে চাকরিপ্রার্থীদের থেকে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে, ১১ সেপ্টেম্বর ২০২৩।
জানিয়ে রাখি যে, উক্ত এই পদ গুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস। যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা থাকলেই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা উক্ত এই পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন। সবশেষে উক্ত এই পদ গুলোতে চাকরি পেতে গেলে ২ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।