Saturday, December 21, 2024

নূন্যতম যোগ্যতায় কেন্দ্রের PM Poshan এ নিয়োগ প্রচুর কর্মী, জেনে নিন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা কেন্দ্রীয় সরকারের চাকরি (Central Government job) করতে চাই তাদের জন্য আনন্দের সংবাদ নিয়ে হাজির হয়েছি আমরা। কারণ এবার রাজ্যের মধ্যে থেকেই মিলবে কেন্দ্র সরকারের চাকরি করার দুর্দান্ত সুযোগ। কারণ সম্প্রতি PM Poshan প্রকল্পের দফতরে নেয়া হচ্ছে কর্মী। যার একটি দফতর পশ্চিমবঙ্গেই অবস্থিত। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় এখানে মিলবে চাকরি। তাই আপনি যদি PM Poshan প্রকল্পের দফতরে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে PM Poshan প্রকল্পের দফতরে Assistant Accountant পদে লোক নেয়া হবে।

বয়সসীমা: ৩১/০৮/২০২৩ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হলেই তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: PM Poshan প্রকল্পের দফতরে Assistant Accountant পদে শূন্যপদ সংখ্যা রয়েছে ২টি। অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্টের জন্য চাকরির নিয়োগ করা হবে তাদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেতন: যে কোন চাকরিতে মাসিক বেতন খুবই গুরুত্বপূর্ণ। এখানে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে ১১,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। তবে যাদের Accountant নিয়ে ডিগ্রী আছে এবং যারা সরকারি কোন খাতে Accountant হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরাই এখানে আবেদন করতে পারবেন।

Job chart

নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গের মধ্যে প্রার্থী নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Salboni Block এবং Kharagpur Municipality তে হবে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩১ আগস্টের মধ্যে নিচে দেয়া ঠিকানায় প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটের মধ্যে হাজির হতে হবে। এবং একই দিনে এটিই হবে ইন্টারভিউয়ের স্থান। কারণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, PPO এর কপি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পূর্বের কাজের অভিজ্ঞতা।

ইন্টারভিউয়ের স্থান: New Conference Hall , Administrative Building , Collectoratr , paschim Medinipur।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo