আশঙ্কা ছিল ১ আগষ্ট থেকে দেশে বেশ কিছু জিনিসপত্রের দাম বাড়তে পারে। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাসের (LPG gas cylinder) দামও। কিন্তু মাসের প্রথম দিনই সবার আশঙ্কা ভুল প্রমাণিত করে দিয়ে কলকাতা সহ আরও বেশি কিছু শহরে এক ধাক্কায় কমে গেলে বাণিজ্যিকভাবে গ্যাসের দাম। আর এতে স্বস্তি পাবেন বহু মানুষ । কোন কোন শহরে গ্যাসের বর্তমান রেট কতো, নতুন রেট উল্লেখ করা হলো নিচে।
আগষ্ট মাসের প্রথম দিনই তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় কাটছাঁট করেছে। ফলে জারি হয়েছে এলপিজি সিলিন্ডারের নতুন রেট। বানিজ্যিক ভাবে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়ে আনা হয়েছে। যদিও দেশীয় গ্যাস সিলিন্ডারের দামে / রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন করা হয়নি। যা আগের দাম আছে তাই রয়েছে বলে খবর।
এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন রেট (বাণিজ্যিক)ঃ
১) দিল্লি – ১৭৮০ থেকে ১৬৭০ টাকা।
২) কলকাতা – ১৮৯৫.৬০ থেকে ১৮০৩ টাকা।
৩) মুম্বাই – ১৭৩৩.৫০ থেকে ১৬৫০.৫০ টাকা।
৪) চেন্নাই – ১৯৪৫.০০ থেকে কমে ১৮৫২.৫০ টাকা এসেছে।
মেট্রো সিটি এলাকা গুলোতে গ্যাস সিলিন্ডারের নতুন রেটঃ
১) কলকাতা – ১৮০২.৫০ টাকা।
২) মুম্বাই – ১৬৪০.৫০ টাকা।
৩) চেন্নাই – ১৮৫২.৫০ টাকা।
৪) দিল্লি – ১৬৮০ টাকা।