এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ (Mukesh Ambani) আম্বানিকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুব সম্ভবনা রয়েছে আপনার মোবাইলে যে সিম কার্ডটি রয়েছে সেটি হয়তো জিও (jio) কম্পানির সিম। আর এই জিও সিম যখন লঞ্চ হয়েছিল তখন ভারতের মোবাইল ব্যাবহারকারীদের মধ্যে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। জিও তাদের বিনামূল্যে ইন্টারনেট দিয়ে ভারতের সব টেলিকম কম্পানি গুলোকে পিছনে ফেলে দিয়ে দেশের ১ নম্বর টেলিকম কম্পানিতে পরিনত হয়েছিল। এরপর জিও তাদের এই পজিসন ধরে রাখতে মানুষকে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের অফার দিয়ে যাচ্ছে।
এবারে শোনা যাচ্ছে যে জিও তাদের ব্যাবহারকারীদের বিনামূল্যে একটি 4G মোবাইল ফোন দিচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই স্যতি যে জিও তাদের ব্যাবহারকারীদের আর আকৃষ্ট করতে এবং নতুন গ্ৰাহক কাছে টানতে দূরান্ত এই অফার নিয়ে হাজির হয়েছে। যেখানে জিও ব্যাবহারকারীদের জিও তরফ থেকে বিনামূল্যে একটি 4G মোবাইল দেয়া হচ্ছে। তাই আপনি যদি বিনামূল্যে একটি 4G মোবাইল পেতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
জিও দিচ্ছে বিনামূল্যে একটি 4G মোবাইল। জিও তরফ থেকে জানানো হয়েছে যে মাত্র ১,৪৯৯ টাকা দিলেই বিনামূল্যে এই 4G মোবাইল পেয়ে যাবেন জিও ব্যাবহারকারীরা। এটা শুনে আপনি হয়তো একটু অবাক হচ্ছেন যে বিনামূল্যের কথা বলে এখানে ১,৪৯৯ টাকা দেয়ার কথা উঠছে কেন? আসলে এই ১,৪৯৯ টাকা দিলে আপনি জিওর তরফ থেকে একটি 4G মোবাইল ফোন পেয়ে যাবেন এরপর এই ১,৪৯৯ টাকার সমতুল্য একটি রিচার্জ প্ল্যান রিচার্জ করে দেয়া হবে আপনাকে। আর এভাবেই আপনি পেয়ে যাবেন জিওর তরফ থেকে বিনামূল্যে একটি 4G মোবাইল। তবে এই অফারটি কেবলমাত্র Jio-এর প্রিপেড এবং পোস্টপেড গ্ৰাহকদের জন্য।