ফ্রিতে মিলবে ৪০ জিবি ডেটা! পুজোর ধামাকা অফার দিচ্ছে Jio, এভাবে তুলুন ফায়দা

এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থার নাম হচ্ছে জিও ( jio)। যার মালিক মুকেশ আম্বানি (Mukesh Ambani), যিনি এশিয়ার মধ্যে সবচেয়ে ধনীতম ব্যক্তি। এবং তার কম্পানি জিও মাঝে মাঝেই তাদের গ্ৰাহকদের জন্য দূরান্ত সব অফার নিয়ে হাজির হয়। পাশাপাশি অন্যান্য কম্পানির গ্ৰাহকদেরও কাছে টানার জন্য লোভনীয় সব অফার বাজারে লঞ্চ করে জিও। তবে এবারে শোনা যাচ্ছে যে পুজো উপলক্ষে জিও তার গ্ৰাহকদের জন্য বিশেষ একটি চমক নিয়ে হাজির হয়েছে। যেখানে মিলবে বিনামূল্যে ৪০ জিবি ডেটা।

করতে হবেনা কোন রিচার্জ। কোন রিচার্জ ছাড়াই এই বিনামূল্যে ৪০ জিবি ডেটা পাবেন জিও গ্ৰাহকরা‌। তাই আপনি যদি একজন জিও সিম ব্যাবহারকারী হয়ে থাকে তাহলে জেনে নিন আপনিও কিভাবে এই ৪০ জিবির ফ্রি মোবাইল ডেটা (Free Mobile Data) পাবেন। এর জন্য আপনাকে কি কি করতে হবে তার সমস্ত কিছু আলোচনা করা হবে উক্ত এই প্রতিবেদনটিতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio

জিওর এই ৪০ জিবি ফ্রি ডেটা পেতে হলে আপনাকে শুধুমাত্র ৯৯৯ টাকা দিয়ে একবার মোবাইল রিচার্জ করতে হবে। এর পরেই আপনার উক্ত রিচার্জ করা প্ল্যানটির সাথে ৪০ জিবির ফ্রি এই ডেটা সক্রিয় হয়ে যাবে। এখানে আপনি পাবেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা সাথে পাবেন অতিরিক্ত আরও ৪০ জিবি ডেটা। এবং জিওর এই ৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি ভ্যালিডিটি হচ্ছে ৩ মাস। এই ৩ মাসে রোজ ১০০টি করে SMS, আনলিমিটেড ভয়েস কল, রোমিং কল সহ আরও বিভিন্ন সুবিধা পাবেন আপনি এই রিচার্জ প্ল্যানে। তাই দেরি কিসের এখুনি করুন জিওর এই ৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment