দেশের প্রায় প্রতিটি মানুষের কাছেই আধার কার্ড (AadharCard) রয়েছে। আসলে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। যার দরুন যে কোন কাজেই প্রয়োজন হয় আধার কার্ডের। ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে এমনকি কারো সন্তান জন্ম এবং মৃত্যুর নিবন্ধ সার্টিফিকেট (certificate) পেতে গেলেও বাধ্যতামূলক ছিল আধার কার্ডের। কিন্তু সম্প্রতি কেন্দ্রের একটি সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে বহু মানুষ।
কেন্দ্রের আধার কার্ড নিয়ে জারি হয়েছে নতুন একটি সিদ্ধান্ত। এখন থেকে আর এই কাজের জন্য লাগবে না আধার কার্ড। আধার কার্ড যে বাধ্যতামূলক নয় সেটা স্পষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখন থেকে কারো সন্তান জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নেওয়ার ক্ষেত্রে আর আধার কার্ড বাধ্যতামূলক নয় তা স্পষ্ট করে জানিয়ে দেয় কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তারা জানান যে এখন থেকে কারো সন্তান জন্ম কিংবা কারো মৃত্যু হলে শংসাপত্র পেতে আর আধার কার্ডের প্রয়োজন হবে না।
আধার কার্ড নিয়ে বাড়ছিল জটিলতা! কখনো আধার আপডেট (AadharCard Update) কিংবা কখনো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক। বহু মানুষ পড়েছিল অসুবিধার মধ্যে অন্যদিকে আবার দেশের প্রায় ১০ কোটি মানুষের কাছে নেই আধার কার্ড। এমতাবস্থায় কারো সন্তান জন্ম এবং কারো মৃত্যুর হিসেব মিলাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল সরকারকে। তাই কেন্দ্রীয় সরকার কারো সন্তান জন্ম এবং কারো মৃত্যু নিবন্ধনের সময় এবং তার শংসাপত্র পেতে এবার থেকে আধার কার্ড না দেখালেও চলবে বলে সিদ্ধান্ত নেয়।