যারা একটি সরকারি চাকরির (Sarkari Job) জন্য ছটফট করছেন তাদের জন্য রইলো সুখবর। এবার পশ্চিমবঙ্গের রাজ্যে বিদ্যুৎ দপ্তরে রয়েছে চাকরির বিরাট সুযোগ। আগ্রহী চাকরিপ্রার্থীরা গ্রাজুয়েট পাশ করা থাকলেই আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের রাজ্যে বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট পদের জন্য। আরোও বিস্তারিত এবং আবেদনের পদ্ধতি জানতে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
যে পদে নিয়োগ করা হবেঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে, পশ্চিমবঙ্গ পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর তরফে পক্ষ থেকে এই নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অ্যাপ্রেনটিস পদ হিসেবে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। বয়সসীমা ১৮ থেকে ২৪ বছর হলেই আবেদন করা যাবে বিদ্যুৎ দপ্তরে এই পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতাঃ বিদ্যুৎ দপ্তরে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট পাশ এবং ডিপ্লোমা পাস করা থাকলেও আবেদন করা যাবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট (official website) ভিজিট করে এরপর সেই ওয়েবসাইটে নিজেকে নিবন্ধ করার মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে কারো যদি আবেদন পদ্ধতি জানা না থাকে তাহলে তিনি তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারবেন কিংবা নিজ এলাকা অথবা বাজারে যেখানে অনলাইনে চাকরির ফর্ম পূরণ করা হয় সেখানে গিয়েও খুব সহজেই আবেদন করা যাবে।
বেতনঃ চাকরিতে নিযুক্ত ব্যক্তিদের ৮ থেকে ৯ হাজার টাকা মাসিক স্টাইপেন্ড দেয়া হবে।
আবেদনের শেষ তারিখঃ WBPDCL এর অ্যাপ্রেনটিস পদের জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২২ আগষ্ট। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে আমাদের WhatsApp গ্রুপে। তাই চাকরির খবর পেতে এবং WBPDCL এর অ্যাপ্রেনটিস পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন।
আরও পড়ুন – বেতন ২৫ হাজার টাকা, বন্ধন ব্যাংকে রয়েছে প্রচুর শূন্যপদ, এভাবে করুন আবেদন