Saturday, December 21, 2024

প্রশিক্ষণ দিয়ে তারপর চাকরি! রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ কর্মী, এভাবে জানান আবেদন

রাজ্যের বিদ্যুত দপ্তর WBPDCL কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে WBPDCL তাদের দুটি পদ যথাক্রমে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এই দুটি পদের জন্য কর্মী নিয়োগ করছে তাও আবার প্রশিক্ষণ দিয়ে। তাই যারা WBPDCL এতে চাকরি করতে ইচ্ছুক তারা জেনে নিন WBPDCL এর দুটি পদে কতো জন করে কর্মী নিয়োগ হবে, তাদের বেতন কতো এবং আবেদনের শেষ তারিখ সহ আরো অন্যান্য সব কিছু।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, WBPDCL এর দুটি পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এই দুটি পদে শূন্যপদ রয়েছে ৩০ টি করে। অর্থাত্ দুটি পদে মোট শূন্যপদ ৬০টির মতো। সেই সাথে দুটি পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে B.Teh পাশ এবং ITI পাশ ডিগ্রী থাকলে এই দুটি পদে আবেদন করা যাবে।

বয়সসীমাঃ WBPDCL এর দুটি পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে সর্বোচ্চ ২৫ বছর। অর্থাৎ ২৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা WBPDCL এর এই দুটি পদের জন্য আবেদন করার যোগ্য। তবে বয়সের ছাড় আছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

বেতনঃ WBPDCL এর এই পদেরই বেতন হচ্ছে ৮,০০০ টাকা। এই বেতন বৃত্তি বাবদ দেওয়া হবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের। এবং ১ বছরের জন্য চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতিঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের mhrdnats.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করা যাবে। জানিয়ে রাখি যে, WBPDCL এর এই দুটি পদের জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২১ আগস্ট।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo