পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা একটু মোটা বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য আমাদের এই বিশেষ প্রতিবেদনটি। জানা গেছে যে, কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের (interview) মাধ্যমে মাধ্যমিক (Madhyamik) পাশে পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন (WBMSC) তাদের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের মাধ্যমিক পাশ করা যেসব চাকরিপ্রার্থী, নারী-পুরুষ উভয়েই মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। জানা গেছে যে, এই পদ গুলোর বেতন শুরু হচ্ছে ৩৬,০০০ টাকা থেকে। তাই আপনি যদি মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের বিভিন্ন পদে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর হলেই আবেদন করা যাবে WBMSC এর একাধিক পদের জন্য। এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৭ জুলাইয়ের আগে WBMSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পত্র জমা করতে হবে। যদিও ১৩ জুলাই WBMSC এর একাধিক পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ হাতে আর মাত্র ১১ দিন সময় রয়েছে অনলাইনে আবেদন করার। তাই অতিসত্বর আগ্রহী চাকরিপ্রার্থীদেরwbmsc.gov.in/recruitment-notice.php এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য বলা হচ্ছে। ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে কপি করে গুগলে পেষ্ট করলেই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এরপর নিজেকে নিবন্ধ কারার মাধ্যমে প্রয়োজনীয় সব ডকুমেন্ট সাবমিট (Submit) করে আবেদন করে দিতে হবে।
জানিয়ে রাখি যে, কারো যদি অনলাইনে আবেদন করতে কোন প্রকার কোন সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে তাকে WBMSC recruitment 2023 লিখে ইউটিউবে সার্চ করতে বলা হচ্ছে। যদি ইউটিউবে না পাওয়া যায় তাহলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে (cyber cafe) গিয়ে WBMSC পদের জন্য আবেদন করা যাবে।