Saturday, December 21, 2024

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের এই ৩ অনন্ন পদে রয়েছে চাকরির বিরাট সুযোগ, এভাবে করুন আবেদন

শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, আইটিআই (ITI) পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এ তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যারা অল্প যোগ্যতায় ভালো টাকা বেতনের চাকরি করতে চান, তাদের জন্য চাকরি পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। যেই তিনটি পদে নিয়োগ হবে, তা হলো টেকনিশিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইঞ্জিনিয়ার সি। প্রত্যেকটা পদের মাসিক বেতন, আবেদন করার জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স এবং যোগ্যতা সংক্রান্ত বিষয় নীচে বিস্তারিত উল্লেখ করা হলো।

প্রথমেই যে পদ রয়েছে তার নাম হচ্ছে টেকনিশিয়ান বি পদ। এই পদে করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সে তাদের ২৫ বছর। আবেদন করতে হলে প্রার্থীএ অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অথবা মাধ্যমিক পাশের সঙ্গে তাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটি পাস করা থাকতে হবে।।

দ্বিতীয় যে পদে নিয়োগ হবে সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পদে আবেদন করতে হলেও প্রাথীর প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সে তাদের ২৫ বছর।। আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত হিসাবে চাওয়া হয়েছে যে, প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটারে কাজ করার বা নরমাল স্পীডে টাইপ করা জানতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তৃতীয় যে পদে নিয়োগ হবে তা হলো ইঞ্জিনিয়ার সি। ইঞ্জিনিয়ার সি পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক পাস করতে হবে। সঙ্গে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। যদি এই ধরনের যোগ্যতার থেকে থাকে তাহলেই আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন।

Job

তিনটি পদের যেকোনো একটি পদের জন্য আবেদন করতে হলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য saha.ac.in/web/portal/applications/recruitment/begin.php ওয়েবসাইট ভিজিট করতে হবে। মনে রাখবেন অনলাইন আবেদন করার শেষ তারিখ হলো ২৫শে আগস্ট। অনলাইনে কী করে আবেদন করতে হয় সেটা না জেনে থাকলে আপনি নিজের নিকটবর্তী সাইবার ক্যাফে বা যেখানে বিভিন্ন ধরনের অনলাইন ফর্ম ফিলাপ হয়, সেই ধরনের দোকানে গিয়েও যেকোনো একটা পদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বা অফিশিয়াল বিজ্ঞপ্তি পেতে আমাদের গ্রুপ জয়েন করুন। গ্রুপে অফিশিয়াল নোটিস পেয়ে যাবেন।

আপনার জন্য
WhatsApp Logo