বৃদ্ধ বয়সে যাদের দৃষ্টিশক্তি কমে যায় বা যারা ঠিকঠাকভাবে চোখে দেখতে পান না, তাদের ক্ষেত্রে যেকোনো নোট বা কয়েন সনাক্ত করা একটু কষ্টকর হয়ে যায়। ফলে অনেক সময় দেখা যায় অসাধু ব্যক্তিরা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে নোট বা কয়েন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ঠকাচ্ছে। তবে ভবিষ্যতে দৃষ্টিপ্রতিবন্ধীদের সাথে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য RBI-কে বলা হয়েছিল দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নতুন নোট চালু করতে। কিন্তু আদতেও RBI নতুন নোট চালু করবে কিনা তা এখনো স্পষ্ট হয়।
দৃষ্টিপ্রতিবন্ধীদের নোট শনাক্তকরণের বিষয়ে যে অসুবিধা হয়, সেই অসুবিধার কথা মাথায় রেখে দৃষ্টিহীনদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য ব্লাইন্ড একটি মামলা দায়ের করে। মামলায় RBI এর কাছে নতুন নোট চালু করার দাবি করা হয়। তবে সম্প্রতি বম্বে হাইকোর্টের একটি মামলার শুনানির সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নোট চালু করার বিষয়ে জানিয়ে যে, নতুন নোট চালু করলে দৃষ্টিপ্রতিবন্ধীদের যতটা না সুবিধা হবে তার থেকে বেশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অসুবিধা হবে।
কারণ একদিকে যেমন নতুন নোট চালু করার বিষয়টা অত্যন্ত জটিল হবে, অন্যদিকে নতুন করে চালু করতে কয়েক বছর সময় লেগে যাবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের নোট চিনতে যে সমস্যা হয় তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক আগে থেকেই জানে। RBI জানিয়েছে যে, পিটিশনে উত্থাপিত বিষয়গুলি সমাধানের জন্য অনেক আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নতুন নোট চালু করার বিষয়ে নতুন করে যে মামলা করা হয়েছে,সেই মামলা দ্রুত খারিজ করা উচিত বলে RBI জানিয়েছে।।