Saturday, September 7, 2024

রাতারাতি বড় লোক নয়, এই ব্যাবসা করলে মাসে আয় ৩০,০০০ টাকা! ফ্যামিলি নিয়ে হেসে খেলে পাড় হবে দিন

আপনি কি এমন কোনো ব্যবসা শুরু করতে চান যেখানে প্রোডাক্ট তৈরি করতে খরচ হবে কম কিন্তু সেই প্রোডাক্ট বিক্রি করা যাবে তার দ্বিগুণ দামে। এছাড়াও ব্যবসা হবে এমন যার চাহিদা থাকবে সারা বছর, ছেলে মেয়ে উভয়ই আপনার প্রোডাক্ট ব্যবহার করবে, ব্যবসার ঝুঁকি থাকবে অনেক কম। এই ধরনের ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য রয়েছে একটা দারুণ ব্যবসার আইডিয়া। যেই ব্যবসায় উপরিক্ত সবগুলো শর্তই পূরণ হবে।

আজকে আপনাদের যে ব্যবসা সম্পর্কে বলতে চলেছি সেটা হচ্ছে পারফিউমের ব্যবসা (perfume selling business) পারফিউম বা সুগন্ধির ব্যবসা করতে খুব বেশি খরচ হয় না ঠিকই, কিন্তু পারফিউমের ব্যবসা থেকে প্রচুর পরিমাণ লাভ হয়। কারণ এই ধরনের ব্যবসায় একটা প্রোডাক্ট তৈরি করতে যত টাকা খরচ হয়, তার থেকে দ্বিগুন টাকায় সেই প্রোডাক্ট বিক্রি করা যায়। আপনি নিজের বাড়িতে কি করে পারফিউমের ব্যবসা শুরু করতে পারেন, কত টাকা খরচ হতে পারে, আপনার কীরকম লাভ হতে পারে এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

Rupee

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কীকরে পারফিউমের ব্যবসা শুরু করা যাবে সেটা জানার আগে আপনি এটা জেনে নিন যে, যদি আপনি কখনো এই ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসা বাড়ানোর জন্য আপনার কী করতে হবে। ব্যবসা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী তিনটি উপায় হল-

) প্রথমত নিজের এলাকায় নিজের ব্যবসা বাড়ানোর জন্য আপনি সর্বপ্রথম গুগল বিজনেসে নিজের ব্যবসার একটা প্রোফাইল বানাতে পারেন।

) দ্বিতীয়ত নিজের প্রোডাক্ট সেল করার জন্য আপনি ফেসবুক অ্যাডস ও ইউটিউব অ্যাডসের ব্যবহার করতে পারেন। এতে আপনার এলাকার বাসিন্দারা আপনার ব্যবসা সম্পর্কে জানবে এবং তাদের যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয়,তাহলে আর তারা আপনার কাছ থেকে অনলাইনেই আপনার প্রোডাক্ট কিনতে পারবে।

) ব্যবসা বাড়ানোর তৃতীয় যে আইডিয়া রয়েছে সেটা হচ্ছে আপনার ব্যবসার পোস্টার, হোডিং সেট করা। নিজের কাছাকাছি এলাকায় নিজের ব্যবসার হোডিং, পোস্টার লাগানোর মাধ্যমেও আপনি খুব তাড়াতাড়ি ব্যবসা বড়ো করতে পারবেন।

এবার আসা যাক মূল প্রশ্নে সেটা হচ্ছে আপনি পারফিউমের ব্যবসা করে ঠিক কত টাকা রোজগার করতে পারবেন। যখন আপনার পারফিউমের ব্যবসা ছোট থাকবে তখন যদি আপনি প্রতি মাসে ২৫০ টা প্রোডাক্টও সেল করতে পারেন যার দাম থাকবে ২০০ টাকা করে, তাহলেও আপনার মাসিক আয় তাকে ৫০ হাজার টাকা। এরমধ্যে যদি টোটাল খরচ ২০ হাজার টাকাও হয় তাহলে সব খরচ বাদ দিয়েও আপনার রোজগার থাকবে ৩০,০০০ হাজার টাকা। এটা একটা আনুমানিক রোজগার। আপনার এর চেয়ে কম বা বেশি উভয়ই হতে পারে।

পারফিউমের ব্যবসার জন্য আপনি কোথা থেকে কাঁচামাল পাবেন, সেই কাঁচামাল ব্যবহার করে আপনি কী করে পারফিউম তৈরি করবেন,,আপনার কী কী মেশিন প্রয়োজন-এই সমস্ত তথ্য জানার জন্য আপনি ইউটিউবে পারফিউম বিজনেস আইডিয়া লিখে সার্চ করতে পারেন। সেখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং সেই সমস্ত ভিডিও থেকে আপনি এই ব্যবসা সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। একটি প্রতিবেদনে সেগুলো উল্লেখ করা সম্ভব নয় তাই ইউটিউব থেকে ভিডিও দেখে নিলেই আপনার ভালো হবে।

আপনার জন্য
WhatsApp Logo