রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) লাইসেন্স বাতিল করলো আরও এক ব্যাংকের। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ব্যাংককেও দিতে হবে মোটা টাকা জরিমানা। ২৯ বছর ধরে যেই ব্যাঙ্ক চলছিল সেখানে অসংখ্য মানুষ নিজেদের টাকা জমা করেছিলেন। হঠাৎ করে এভাবে লাইসেন্স বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের কপালে চিন্তার ছাপ দেখা দিয়েছে। জেনে নিন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে আর সেই ব্যাংকে আপনার টাকা জমা করা ছিল কি না।
ভারতের সমস্ত ধরনের ব্যাংকের প্রধান নিয়ন্ত্রণ কর্তা হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতিটি ব্যাংক-ই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু নিয়ম কানুন মেনে চলে। যদি কখনো কোনো ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মেনে চলে,তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংককে সতর্ক করে দেয়। আর সতর্ক করার পরেও যদি সেই ব্যাংক একই ভুল বারবার করতে থাকে,তাহলে RBI হঠাৎ করেই সেই ব্যাংকের লাইসেন্স বাতিল বলে ঘোষণা করে।
দেশের বিভিন্ন জায়গায় এমন বহু কো-অপারেটিভ ব্যাংক (co-operative Bank) ছিল যেগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু নিয়মকানুন মেনে চলতে পারেনি। যার ফলে এই বছরই ভারতের প্রচুর সংখ্যক কো-অপারেটিভ ব্যাংক বন্ধ হয়ে গেছে। এবার নতুন করে যে ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে, সেটা হলো মহালক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক। ১৯৯৪ সালে মহালক্ষ্মী কো-অপারেটিভ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাইসেন্স পায়। আর আজকে ২৯ বছর পর ব্যাঙ্কটি নিজের লাইসেন্স হারায়।।
গত ২৭শে জুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে যে, এখন থেকে মহালক্ষী কো-অপারেটিভ ব্যাংক আর কোনো ব্যাংক নয়,এখন থেকে আর্থিক সমস্যা হিসেবে কাজ করতে পারবে। তবে ব্যাংকের লাইসেন্স বাতিল হলেও যে সমস্ত গ্রাহকরা এই ব্যাংকে নিজেদের টাকা জমা করেছিলেন,তারা কিন্তু নিজেদের সমস্ত টাকাই ফেরত পাবেন।।
মহালক্ষী কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করা ছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কো-অপারেটিভ ব্যাংককেও কিন্তু মোটা টাকা জরিমানা ধার্য করেছে। বাংলার পানিহাটি কো-অপারেটিভ ব্যাঙ্ক ও উত্তরপাড়া কো-অপারেটিভ ব্যাংককে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ২.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অপরদিকে দ্য বহরমপুর কো-অপারেটিভ আর্বান ব্যাংককে এক লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছে।।