২০২০ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রায় ৬৭ শতাংশ মানুষ রেশন (Ration) ব্যবস্থার সঙ্গে যুক্ত। যদিও সেই সংখ্যা এখন আরো বেড়েছে। বর্তমানে ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করছেন রেশন থেকে। কিন্তু বিনামূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে গিয়ে মানুষকে নানান ধরণের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এজন্য সরকার রেশন ব্যবস্থায় করতে চলেছে এক আমূল পরিবর্তন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অনেকেই রেশনের ন্যায্য মাল থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ কেউ আবার একজনের নামে দুটি রেশন কার্ড থাকায় ডবল ডবল মাল পাচ্ছেন রেশনে। এজন্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড (Addhar Card) লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছিল। যাতে রেশনে আর দুর্নীতি না হয়। তবে শুধু দুর্নীতি নয় রেশন কার্ড হোল্ডারদের স্বস্তি দিতে একটি দারুন পরিকল্পনা গ্ৰহণ করতে চলেছে সরকার। জানা যাচ্ছে যে, এবার থেকে রেশনে মাল না নিলে তার বদলে ব্যাংক অ্যাকাউন্টে (Bank account) ঢুকবে টাকা। এরফলে রেশনে অতিরিক্ত মাল সামগ্রী নেয়ার জন্য আর লাইনে দাড়াতে হবে না রেশন কার্ড হোল্ডারদের। রেশনে অতিরিক্ত মাল সামগ্রীর টাকা সরাসরি পৌঁছে যাবে তাদের ব্যাংক একাউন্টে।
রেশন ব্যবস্থায় দারুন এই পদক্ষেপ নিতে চলেছে কর্ণাটক সরকার (Karnataka Government)। তাঁরা জানায় যে এবার থেকে রেশনে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হবে। ১০ কেজি চালের মধ্যে ৫ কেজি চাল যা কেন্দ্রীয় সরকার দেবে, সেই ৫ কেজি চালের ১৭০ টাকা রেশন কার্ড হোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠাবে হবে। কর্ণাটকের কংগ্রেস (Congress) সরকার জানায় যে তারা ভোটে জিতলে রেশনে ১০ কেজি করে চাল বন্টন করবে তার প্রতিশ্রুতি দিয়েছিল, তাই বিধানসভা নির্বাচনে ভোট জিতে জনগণকে দেয়া প্রতিশ্রুতি মতো ১০ কেজি করে চাল রেশনে দিচ্ছে। তবে ১০ কেজি চালের ৫ কেজি চাল যা ৩৪ টাকা দরে রেশন কার্ড হোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে। তবে এই সুবিধা কেবলমাত্র তাদেরই দেয়া হবে যাদের কিনা BPL রেশন কার্ড আছে এবং সেই সাথে যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা আছে তারাই রেশনের ৫ কেজি চালের ১৭০ টাকা করে প্রতিমাসে ব্যাংক একাউন্টে পাবেন।
আরও পড়ুন – ইলেকট্রিক মিটারে জ্বলতে থাকা এই লাল আলো, মাসে কত টাকা বাড়তি বিল আসে জানেন ? শুনলে চমকে উঠবেন