২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে GST নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। সরকারের এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে, আবার বাড়তে চলেছে বেশ কিছু জিনিসপত্রের দাম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, GST নিয়ে কেন্দ্রের নতুন এই সিদ্ধান্তের ফলে দাম কমানো হয়েছে ঔষধপত্রের আর এতে করে স্বস্তি পাবেন দেশের কোটি কোটি জনগণ, আবার অনলাইন গেমিং থেকে শুরু করে বিভিন্ন জুয়া সামগ্রীর উপরে বাড়ানো হয়েছে ট্যাক্সের পরিমাণ। আর এতে করে মাথায় হাত পড়তে চলেছে জুয়ারিদের।
মঙ্গলবার নয়াদিল্লিতে GST নিয়ে একটি বৈঠকে বসে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitharaman)। আর সেই বৈঠকেই GST নিয়ে নায়া এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলুন জেনে নিই GST নিয়ে নতুন এই সিদ্ধান্তের ফলে কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে।
নতুন এই GST বিলে দাম কমবে ক্যান্সারের ওষুধের। যদি কোন ব্যক্তি নিজ ব্যাবহারের জন্য বিদেশ থেকে ক্যান্সারের ওষুধ যেমন ডিনুটুক্সিমাব আমদানি করে তাহলে তাকে এবার থেকে কোন শুল্ক মূল্য দিতে হবে না। অন্যদিকে কোন বেসরকারি টিভি সংস্থা যদি স্যাটেলাইট চ্যানেল তৈরি করে তাতেও এক্ষেত্রে ট্যাক্স দিতে হবে না তাদের। তবে মাথায় হাত পড়েছে জুয়ারিদের। অনলাইন গেমিং ক্যাসিনোর উপর ২৮ শতাংশ GST ধার্য করা হয়েছে। অন্যদিকে মাল্টি-ইউটিলিটি যানবাহনের ক্ষেত্রে ২২ শতাংশ GST জারি করা হয়েছে। তবে নকল সুতো, মাছের দ্রবণীয় পেস্ট, সিনেমাহলে পরিবেশিত খাবারের উপর ১৮ শতাংশ থেকে GST কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আবার কাঁচা এবং আনফ্রাইড স্ন্যাক প্যালেটের উপর GST ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।