ভারতীয় রেলে তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। ভালো টাকা মাসিক বেতনে যারা ভারতীয় রেলে চাকরি করতে চান, তাদের জন্য আজকের এই চাকরির খবর। কোন কোন পদে নিয়োগ হবে, কোন পদে আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন, কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কত তারিখ পর্যন্ত আপনারা যেকোনো একটা পদের জন্য আবেদন করতে পারবেন-এই সমস্ত তথ্য জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
ভারতীয় রেলে মোট তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে প্রথম পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪২ বছর। সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আবেদন করার জন্য স্কুলগত শিক্ষা যোগ্যতা প্রয়োজন নূন্যতম মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস ছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে আইআইটি পাস করা থাকতে হবে। ভারতীয় রেলের লোকো পাইলট পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৮২০টি। তাই বলা যায়, যারা এখানে আবেদন করবেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
ভারতীয় রেলের দ্বিতীয় যে পদে নিয়োগ হবে তা হলো টেকনিশিয়ান পদ। এই পদের জন্য মোট-শূন্য পদ রয়েছে ১৩২টি। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কোর্স করা থাকতে হবে। লোকো পাইলট পদের মতো টেকনিশিয়ান পদে আবেদন করার জন্যেও সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪২ বছর।
তৃতীয় যে পদে নিয়োগ হবে বলে জানা গেছে, তাহলো জুনিয়র ইঞ্জিনিয়ার পদ। ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য মোট পদ খালি রয়েছে ৬৪ টি। যারা এই পথে আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে, আবেদন করার প্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা থাকতে হবে।
তিনটি পদের মধ্যে যেকোনো একটি পদের জন্য আবেদন করতে চাইকে আপনাদেরsecr.indianrailways.gov.in ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করতে পারেন। ভারতীয় রেলের এই পদগুলোর যেকোনো একটা পদের জন্য আপনারা আগস্ট মাসের ২১ তারিখ পযর্ন্ত আবেদন করতে পারবেন। পদ সংক্রান্ত এবং আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ভালো করে জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তি চেক করুন। অফিশিয়াল বিজ্ঞপ্তি আমাদের whatsapp group- এ পাবেন