লটারি কাটলে যে লটারি (lottery) বাঁধবে এমন কোন কথা নেই। অনেকে মনে করেন লটারি জেতাটা বোধহয় ভাগ্যের বিষয়। কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে, লটারি জেতাটা ভাগ্যের বিষয় হলেও কিছু টেকনিক বা কৌশল অবশ্যই আছে যা দিয়ে লটারি জেতা যায়। আজ এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে সেই টেকনিক বা কৌশলের ব্যাপারেই বলবো, যা অনুসরণ করে আপনি আপনার লটারি জেতার সম্ভাবনা বাড়তে পারেন।
লটারি জিততে চাইলে এই কৌশল গুলো অবলম্বন করুন:
১) সবার প্রথমে লটারি কাটুন। হ্যা ঠিকই শুনেছেন, খুব ভোরে উঠো লটারি দোকান খোলার আগে লটারির দোকানে গিয়ে হাজির হন। এবং মনের মতো একটি নম্বর বেছে নিন। কারণ যারা লটারি জিতে থাকেন তারা দোকান খোলার সাথে সাথে ভালো নম্বর গুলো বেছে নিয়ে চলে যান।
২) আগে যেই নম্বর গুলোতে লটারি উঠেছে সেই নম্বরের লটারির টিকিট এড়িয়ে চলুন। কারণ সম্ভবনা খুবই কম যেই পুর্বের জেতা নম্বরে এবারেও ফের লটারি খেলবে।
৩) মনযোগ সহকারে লটারির টিকিট কাটুন। কিছু বুঝতে না পারলে আপনি ৭ এবং ৯ নম্বরের লটারির টিকিট কাটতে পারেন।
৪) ১ নম্বর বেশি থাকা এমন লটারির টিকিট কাটুন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে সেই নম্বরে লটারি বাঁধতে যেই লটারিতে ১ সংখাটি অধিকতর বার রয়েছে।
৫) পূর্বে যারা বহুবার লটারি জিতেছে তাদের সাথে কথা বলুন। কথা বলে তাদের অভিজ্ঞতা ও তাদের থেকে পরামর্শ নিন, এতে করে লটারি নিয়ে নিজের মধ্যে জ্ঞান তৈরি হবে।
৬) টিকিট কাটুন কম দামি। এতে লটারি না বাঁধলেও মনে বেশি কষ্ট হবে না। এরপর ধীরে ধীরে বড় দানের দিকে পা বাড়াতে পারেন। মনে রাখবেন শুরুতেই কেউ কোন কাজে পারদর্শী হয়ে যায় না, এরজন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। প্রথমে বেশি টাকার লটারি না কেটে তাই কম টাকার লটারি টিকিট কাটুন।
৭) ধরুন একটি লটারিতে পুরস্কার বাঁধলো, যার প্রথম সংখ্যা শুরু হচ্ছে ৭ দিয়ে। তাহলে আপনি ৮ নম্বরের লটারির টিকিট কাটুন। এতে আপনার লটারি জেতার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ এমন অনেক বার দেখা গিয়েছে যে, ৭ সংখ্যার পরে ৮ সংখ্যার নম্বরের লটারি বাঁধতে।
৮) নিজের পছন্দমতো টিকিট কাটুন। উপরের পয়েন্ট গুলো যদি আপনার বেশি কার্যকর মনে না হয় তাহলে নিজের পছন্দ মতো লটারি টাকাই ভালো। কারণ আমরা কখনোই লটারি কাটিনি। India day30 কখনো লটারি কাটার জন্য কাউকে সুপারিশ করে না। আমরা শুধু মানুষের অভিজ্ঞতা এবং কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী লটারি জেতার কিছু কৌশল আপনাদের সামনে উপস্থাপন করলাম।