Wednesday, November 20, 2024

বাড়িতে নগদ কতো টাকা ক্যাশ রাখা যায় জানেন? এর বেশি টাকা থাকলেই মহা বিপদ

আজকাল অনলাইনের (online) জামানায় বাড়িতে ক্যাশ টাকা খুব কম লোকই রাখেন। সাধারণত ব্যাংকে টাকা রেখে অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করা এটা এখন একটি সাধারণ ব্যাপার। কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা অনলাইনে খুব একটা টাকা লেনদেন করেন না, কিছু আবার এমন মানুষ আছেন যাদের কিনা অনলাইনে টাকা লেনদেন করার কোন মাধ্যম নেই। অন্যদিকে আবার বাড়িতে বিয়ে মতো কোন অনুষ্ঠান হলে অনেকেই বাড়িতে তখন ক্যাশ টাকা রেখে থাকেন।

কিন্তু আপনি কি জানেন ভারতীয় আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী একজন মানুষ বাড়িতে কতো টাকা নগদ ক্যাশ রাখতে পারেন? এর বেশি বাড়িতে ক্যাশ টাকা রাখলেই কিন্তু চরম বিপদের মধ্যে পড়তে হতে পারে আপনাকে। এমনকি আয়কর দপ্তর থেকে আপনার বাড়িতে নোটিশ পর্যন্ত আসতে পারে। তাই আগে থেকেই সতর্ক হোন এবং বাড়িতে এর বেশি ক্যাশ টাকা কখনোই রাখবেন না, জানুন বিস্তারিত।

আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি বাড়িতে নগদ ২০ লক্ষ টাকার উপরে রাখতে পারেন না‌। এর বেশি টাকা রাখলে অবশ্যই সেই টাকার হিসেব সরকারকে দেখাতে হবে। অন্যদিকে আবার এক বছরে ২০ লক্ষ টাকা পর্যন্ত করো সাথে নগদ লেনদেন করলে সেটাকে বেআইনি লেনদেন হিসেবে ধরা হবে। যদি তার হিসেব দেখাতে ব্যর্থ হয়। শুধু তাই নয় আরও আছে, যেমন ব্যাংক থেকে একবারে ৫০,০০০ টাকার বেশি জমা বা তোলার জন্য প্যান নম্বরের প্রয়োজন হয়। এবং যদি কোনও ব্যক্তি বছরে ২০ লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা করেন, তবে এর জন্য তাকে প্যান এবং আধার সম্পর্কে তথ্য দিতে হবে। তবে এক্ষেত্রে PAN এবং আধার কার্ডের বিবরণ প্রদান করতে ব্যর্থ হলে ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2000 Rupee notes

আবার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনদের থেকে এক দিনে ২ লক্ষ টাকার বেশি নগদ অর্থ কখনো গ্রহণ করা যাবে না। ২ লক্ষ টাকার বেশি নগদ অর্থ লেনদেন কিংবা গ্রহণ করতে হবে ব্যাংক একাউন্টের মাধ্যমে। নয়তো জরিমানা করা হতে পারে। ভারতীয় আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী, একজন ব্যাক্তি ২ লক্ষ টাকার একদিনে নগদ অর্থ দিয়ে পণ্য কিনতে পারবেন না। যদি কিনতেই হয় তবে এর জন্য তাকে প্যান কার্ড এবং আধার কার্ডের অনুলিপি দেখাতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo