Wednesday, October 30, 2024

জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক! ব্যাংকে যাওয়ার আগে দেখে নিন তালিকা

ব্যাংকে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে! এই জুলাই মাসেই আপনার সেই কাজ শেষ করতে হবে! যদি আপনারাও এমন কোনো ভাবনা থেকে থাকে, তাহলে হুট করে ব্যাংকে চলে যাওয়ার আগে জেনে রাখুন যে-এই জুলাই মাসে ঠিক কোন কোন দিন ব্যাংক খোলা থাকবে আর কোন কোন দিনই বা আপনার কাজ হতে পারে। কারণ প্রত্যেক জুলাই মাসের মতো এই জুলাই মাসেরও প্রায় অর্ধেকটাই কিন্তু ছুটি থাকবে। তাই হুট করে ব্যাংকে গিয়ে ঘুরে আসার থেকে ভালো এখনই ছুটির তারিখ গুলো জেনে রাখা।

সরকারি-বেসরকারি যেকোনো ব্যাংকে যেকোনো কাজের জন্য গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এমন অবস্থায় ব্যাংকে গিয়ে যদি দেখা যায় যে ব্যাঙ্ক বন্ধ, তাহলে তার থেকে খারাপ কী-ই বা হতে পারে। তাই জুলাই মাসের শুরুতেই অন্যান্য জুলাই মাসের মতো এবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) একটি পূর্ণাঙ্গ ছুটির তালিকা প্রকাশ করেছে জুলাই মাসের,যেখানে পরিষ্কার করে জানানো হয়েছে যে এই জুলাই মাসের ঠিক কোন কোন দিনে ব্যাংক খোলা পাওয়া যাবে এবং সমস্ত রকমের কাজকর্ম হবে।

Bank

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চলতি জুলাই মাসে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে আমাদের রাজ্যে বন্ধ থাকবে আট দিন। এই আট দিনের মধ্যে রবিবার সহ মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকবে।। এবারে ঠিক যেই তারিখ গুলোতে ব্যাংক বন্ধ থাকবে, তাহলো- ২রা জুলাই, ১৮ জুলাই, ১৯ জুলাই, ১৬ই জুলাই, ২২ শে জুলাই, ২৩ শে জুলাই, ২৯ শে জুলাই এবং সব শেষে ৩০ শে জুলাই।। এই মাসে পাঁচটি রবিবারের ছুটি রয়েছে, শনিবারে ছুটি রয়েছে দুইটি এবং বাকি ছুটি রয়েছে কিছু বিশেষ দিনের জন্য।।

পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য জায়গায় যেসমস্ত দিনগুলোতে ব্যাংক ছুটি থাকবে,তা হল-৫ জুলাই, ৬ই জুলাই,১১ জুলাই,১৩ জুলাই, ১৭ জুলাই,২১ শে জুলাই এবং সবশেষে আশুরা অনুষ্ঠানের জন্য ২৮ শে জুলাই জম্মু এবং শ্রীনগরের ব্যাঙ্গলি বন্ধ থাকবে।। এই জুলাই মাসে যদি আপনার ব্যাংকে কোনো গুরুত্বপূর্ণ কাজ মেটানোর থেকে থাকে, তাহলে হুটহাট করে ব্যাংকে চলে যাওয়ার আগে যে নির্দিষ্ট তারিখগুলোতে ব্যাংক বন্ধ, সেগুলো অবশ্যই দেখে নেবেন।।

আপনার জন্য
WhatsApp Logo