বর্তমানে ব্যাংকে আনা গোনা আমাদের সকলেরই রয়েছে। প্রায় প্রতিটি দিনই ব্যাংকে প্রচুর পরিমাণে ভিড় থাকে। কেউ নতুন একাউন্ট খোলার জন্য ব্যাংকে যান, আবার কেউ টাকা জমা দিতে আবার কেউ নিজের পেনশনের টাকা তুলতে ব্যাংকে যান। কিন্তু এমতাবস্থায় ধরুন ব্যাংক একদিন বন্ধ রইলো আর আপনি সেই খবর জানলে না। তাহলে কষ্ট করে সেদিন ব্যাংকে যাওয়া বৃথা হয়ে যাবে আপনার।
আগষ্ট মাস শুরু হতে আর দুই দিন বাকি মাত্র। আর এই আগষ্ট মাসেই ১৪ দিন ছুটি থাকবে দেশের সমস্ত ব্যাংক গুলো। তাই মানুষকে যাতে হয়রানির মধ্যে পড়তে না হয় এ জন্য RBI থেকে জনসাধারণের উদ্দেশ্য ব্যাংক ছুটির একটি লম্বা তালিকা প্রকাশ করা হয়েছে। যেই তালিকায় আগস্ট মাসের ব্যাংক ছুটির ১৪ দিন উল্লেখ করা হয়েছে। তাই আপনি যদি ব্যাংকে গিয়ে ফিরে আসতে না চান তাহলে দেখে নিন RBI এর জারি করা ব্যাংক ছুটির লম্বা সেই লিস্ট।
ব্যাংক ছুটির লিস্ট
• 6 আগস্ট 2023 – রবিবারের সাপ্তাহিক ছুটির কারণে এদিন ব্যাংক বন্ধ।
• 8 আগস্ট 2023 – গ্যাংটকের টেন্ডং লো রাম ফ্যাটের কারণে গ্যাংটকের ব্যাংক গুলি বন্ধ থাকবে।
• 12 আগস্ট 2023 – দ্বিতীয় শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
• 13 আগস্ট 2023 – রবিবার সাপ্তাহিক
• 15 আগস্ট 2023 – স্বাধীনতা দিবসের কারণে, সারা দেশে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
• 16 আগস্ট 2023 – পার্সি নববর্ষের কারণে মুম্বাই, নাগপুর এবং বেলাপুরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে সেদিন।
• 18 আগস্ট 2023 – শ্রীমন্ত শঙ্করদেব তিথির কারণে আসামের গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
• 20 আগস্ট 2023 – রবিবার হওয়ার কারণে সাপ্তাহিক ছুটির দিন।
• 26 আগস্ট 2023 – এই দিনে 27 আগস্ট 2023 তারিখে চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
• 28 আগস্ট 2023 – রবিবার সাপ্তাহিক ছুটির দিন।
• 29 আগস্ট 2023- সালের প্রথম ওনামের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে সাথে কোচি এবং তিরুবনন্তপুরমে তিরুওনাম থেকে তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে এদিন।