যারা অল্প সমস্যায় পড়লেই গুগলে ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের (castomar care number) নম্বর খোঁজ করেন, তাদের এবার থেকে সাবধান হওয়া উচিত। সময় থাকতে সাবধান না হলে যেমন গুরুতর ঝামেলায় পড়তে পারেন,ঠিক তেমনই আপনার আর্থিক ক্ষতিও হতে পারে।
এখনকার বেশিরভাগ কাজেই গুগলের (Google) সাহায্য থাকে। বতর্মানের কাজ গুলোর মধ্যে একটা হচ্ছে ব্যাঙ্কিং (Banking) সংক্রান্ত কাজ। গুগলে ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য জানার ক্ষেত্রে মানুষ যেই জিনিস টা সবচেয়ে বেশি করে, সেটা হচ্ছে কাস্টমার কেয়ারের নম্বর খোঁজা। সাধারণ মানুষ যখন কোনো সমস্যায় পড়ে,তখনই তারা সেই সমস্যার সমাধান জানার জন্য নিজের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চায়। বেশিরভাগ মানুষ নিজের ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বর না জানায় তারা গুগলে ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বর খোঁজার চেষ্টা করেন। কিন্তু যারা এভাবে কাস্টমার কেয়ারের নম্বর খোঁজার চেষ্টা করেন তাদের সমস্যায় পড়তে হতে পারে। এমনকি তাদের আর্থিক দিক থেকেও ক্ষতি হতে পারে।।
কিভাবে আপনার ক্ষতি হতে পারে?
বর্তমানে গুগলে এমন অনেক ওয়েবসাইট (website) রয়েছে, যেগুলোতে বিভিন্ন ব্যাঙ্কের ভুল কাস্টমার কেয়ার নম্বর রয়েছে। যদি আপনি কখনো গুগলে নিজের ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরের খোঁজ করেন এবং তখন আপনার সামনে সেই ভুল ওয়েবসাইটের ভুল কাস্টমার কেয়ার নম্বর আসে, তাহলে তখন থেকে আপনি সমস্যায় পড়বেন।। কারণ সেই সমস্ত নম্বরের আড়ালে লুকিয়ে থাকে কিছু মানুষ ঠকানো লোক। ওয়েবসাইটে দেখা ভুল কাস্টমার কেয়ারে যদি আপনি কল করে কোনো তথ্য জানার চেষ্টা করেন বা আপনার সমস্যার কথা বলেন- তাহলে বলা যায় যে আপনার পরিস্থিতি বুঝে সেই লোক ঠকানো মানুষগুলো আপনার সুযোগ নেয়ার চেষ্টা করবে এবং আপনাকে ভুল ভাল তথ্য দিয়ে অথবা আপনার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর আপনিও তাদের বিশ্বাস করে তাদের টাকা দিয়ে ফেলবেন।। তাই যদি এইভাবে টাকা নষ্ট করার ইচ্ছা না থাকে,তাহলে এখন থেকে গুগলে কাস্টমার কেয়ারের নম্বর খোঁজা বন্ধ করুন।।
তাহলে কোথায় কাস্টমার কেয়ারের নম্বর খুজবেন?
কাস্টমার কেয়ারের নম্বরের প্রয়োজন হলে আপনি সরাসরি ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে (Bank offical website) যেতে পারেন। প্রতিটা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কাস্টমার কেয়ারের নম্বর থাকে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডে নম্বর দেওয়া থাকে। যদি আপনার কার্ড না থাকে এবং ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নম্বর খুঁজে না পান তাহলে আপনি নিজের অ্যাকাউন্টে কাস্টমার কেয়ারের নম্বর খুঁজে পেয়ে যাবেন।।