আপনি যদি ব্যাংকে চাকরি করতে চান বিশেষ করে Axis Bank এর মতো একটি বেসরকারি ব্যাংকে যেখানে স্যালারি ভালো তাহলে এই প্রতিবেদনটি বিশেষভাবে আপনার জন্য তৈরি। তার কারণ হলো সম্প্রতি দেশের অন্যতম একটি ব্যাংক Axis Bank তাদের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই Axis Bank ব্যাংকে যারা চাকরি করতে ইচ্ছুক তাঁরা শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
যে পদে কর্মী নিয়োগ করা হবেঃ Axis Bank মোট ৪টি পদের জন্য তাদের শূন্যপদ প্রকাশ করেছে। যেগুলো হচ্ছে ১) Customer Services Officers, ২) Office Executive, ৪) Data Entry, ৪) KYC Verification।
বেতনঃ এই ৪টি পদের জন্য বেতন হচ্ছে ১৪,৫০০ টাকা থেকে ২৬,৬০০ টাকা পর্যন্ত।
বয়সসীমাঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হলেই আবেদন করা যাবে Axis Bank এর এই ৪টি পদের জন্য। নারী-পুরুষ উভয়েই।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতিঃ উল্লেখিত Axis Bank এর ৪টি পদে যারা চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের National Career Service এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যদি কারো আবেদন পদ্ধতি জানা না থাকে তাহলে তাকে তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে বলা হচ্ছে। এছাড়াও যারা আবেদন করতে জানেন তাঁরা খুব সহজেই ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশের সার্টিফিকেট এই সবই প্রয়োজন হবে।
নির্বাচন পদ্ধতিঃ HR দ্বারা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ দেয়া হবে।