সামনেই পঞ্চায়েত ভোট, এর পরেই আবার ২০২৪ এ রয়েছে লোকসভা ভোট। এক কথায় ভোট উৎসবে মাততে চলেছে গোটা দেশ। মানুষ ভোটকেন্দ্রে গিয়ে যার যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তবে যে শুধু ভোটার কার্ড (Voter card) ভোট দেয়ার কাজেই লাগে তা কিন্তু নয়। ভোটার কার্ড হচ্ছে আপনার গনতান্ত্রিক পরিচয়পত্র। তাই রাজ্যে পঞ্চায়েত ভোট এবং ২০২৪ এ লোকসভা ভোট আসার আগেই সেরে ফেলুন ভোটার কার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ। নয়তো পড়তে পারেন বিপদে।
মনে আছে কয়েক বছর আগের কথা? যখন ভিজিটার ইন্ডিয়ার (Digital India) তেমন যুগ ছিল না। তখন কাউকে নতুন ভোটার কার্ড করতে গেলে কতো হেপা পোহাতে হতো। আবার কারো ভোটার কার্ডের নাম, ঠিকানা সংশোধন করতে গেলে ছিল কতো ঝামেলা। কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন সবকিছুই সহজ হয়ে গিয়েছে, ১৮ বছর হলেই নতুন ভোটারের জন্য নাম তোলা এমনকি ভোটার কার্ডে নামের বানান ভুল অথবা ঠিকানা সংশোধন বা পরিবর্তন সব কিছুই এখন ঘরে বসেই অনলাইনে (Online) হচ্ছে। তাই রাজ্যে পঞ্চায়েত ভোট এবং ২০২৪ এ লোকসভা নির্বাচন হওয়ার আগেই নিজের ভোটার কার্ডের যাবতীয় সব ভুল তথ্য সংশোধন করে ফেলুন। আপনি ঘরে বসেই নিজের মোবাইল থেকে সব কিছু করতে পারবেন এর জন্য আপনাকে কোনরকম কোন ফর্ম পূরণ করতে হবে না। এমনি কোন অফিসেও যেতে হবে না আপনাকে। সরকার ভোটার কার্ডের যাবতীয় সব ভুল তথ্য সংশোধন করার জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছিল অনেক আগেই।
ভোটার কার্ডের যাবতীয় সব ভুল তথ্য সংশোধন করার জন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের সাইন আপ (sign up) করতে হবে। এরপর সেখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন যেমন, ভোটার কার্ডের নামের বানান ভুল, ঠিকানা সংশোধন বা পরিবর্তন, নতুন ভোটারের জন্য আবেদন, আধার ভোটার লিঙ্ক সহ আরো ভোটার কার্ডের বিভিন্ন কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন।