আয়কর বিভাগ (income tax department) থেকে ঘোষণা করা হয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্ত না করেন, তাহলে সেই ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে এবং সেই সঙ্গে তার প্যান কার্ডও (PAN card) নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ফলে ভবিষ্যতে সেই ব্যক্তিকে নানা ধরনের সরকারি এবং বেসরকারি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। তবে আয়কর বিভাগ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে, ভারতে এমন বহু নাগরিক রয়েছেন যাদের কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাতে হবে না। কাদের কাদের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাতে হবে না? লিংক না করালেও তাদের কোনো সমস্যায় পড়তে হবে কিনা? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন
বর্তমানে আধার কার্ড আর প্যান কার্ড শুধুমাত্র একটা পরিচয় পত্র হিসেবেই ব্যবহার হয় না। সরকারি কাজকর্মের ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এখন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডও (Aadhar Card) গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। তাই সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেক ভারতীয় নাগরিককে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিতে হবে। এর জন্য যথেষ্ট সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে অনেক ভারতীয়রাই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে পারেননি। ফলে বেশ কয়েকবার সেই সময়সীমা বাড়ানো হয়েছিল।। যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করাতে পারেননি, তারা জুন মাসে ৩০ তারিখ পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন।
তবে এখানে আয়কর বিভাগ থেকে একটা বিষয় বলা হয়েছে যে,ভারতে এমন বহু নাগরিক রয়েছেন যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে না। যাদের যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে না, তারা হলেন
১) গত বছর যাদের বয়স ৮০ বছর পূর্ণ হয়েছে, সেই সমস্ত ভারতীয় নাগরিকদের কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালেও কোনো জরিমানা দিতে হবে না। আর নাতো সেই ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে।
২) যারা প্রকৃত অর্থে ভারতীয় নন কিন্তু বর্তমানে ভারতে থাকছেন,তাদেরকেও কিন্তু এই কাজটি করতে হবে না।
৩) এছাড়াও যেসব নাগরিক ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করেন, তাদেরকেও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবেনা।