Wednesday, September 18, 2024

ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ, PM Poshan প্রকল্পে চাকরির সুযোগ! জানুন আবেদনের পদ্ধতি

যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য রইলো সুখবর। এবারে পশ্চিমবঙ্গে থেকেই কেন্দ্রের চাকরি করার সুবর্ণ সুযোগ। জানা গেছে যে, PM Poshan প্রকল্পে কোন প্রকার কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হতে চলছে নিয়োগ। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, PM Poshan প্রকল্পে দুটি পদ যথাক্রমে Accounts Officer এবং Accountant পদে ২টি শূন্যপদে লোক নিচ্ছে। যার বেতন হবে ১২,০০০ থেকে ১৮,০০০ টাকা। জেনে কিভাবে আবেদন করবেন PM Poshan প্রকল্পে।

আবেদনকারীর বয়স ৬৫ হলেই আবেদন করতে পারবেন যে কেউই। এবং আবেদন করার সময় কোন রকম কোন আবেদন মূল্য নেয়া হবেনা কারো কাছ থেকে। একই সঙ্গে আবেদন করার পর ২২/৬/২০২৩ সকাল ১০ টার মধ্যে ইন্টারভিউ স্থানে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। এবং সেই সাথে এই ২ পদে সরকারি অফিসে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা সম্পুর্ন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই আবেদন করতে পারবেন।

ইন্টারভিউয়ের স্থান: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

North 24 Parganas, District Magistrate Office। এখানেই শেষ নয় Officer in Charge, Mid Day Meal, North 24 Parganas, At 4th floor administrative building, Barasat, Kolkata- 700124 এই ঠিকানায় প্রয়জনীয় নথিপত্র সহ আবেদনের একটি চিঠিপত্র পাঠাতে হবে। অফিসিয়াল নোটিস পেয়ে যাবেন আমাদের WhatsApp গ্ৰুপে।

আপনার জন্য
WhatsApp Logo