যারা ব্যাংক ম্যানেজার অথবা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্যে আমাদের এই প্রতিবেদনটি। সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক HDFC ব্যাংক ম্যানেজার পদে লোক নিচ্ছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ থাকলেই HDFC- এর ম্যানেজার পদে আবেদন করতে পারবেন যে কেউই। চলুন জেনে নিই বিস্তারিত সবকিছু।
চাকরির বিজ্ঞপ্তি অনুসারে HDFC তাদের Branch Relationship Manager ,Senior Sales Officer সহ বিভিন্ন পদে লোক নিচ্ছে। যার শূন্যপদ রয়েছে ৩০টি। ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা HDFC-র এই পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন। যার যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পাশ সাথে কম্পিউটারে নলেজ এবং ব্যাংকে কাজ করার ১ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে HDFC-র এই পদের বেতন হচ্ছে ১৩,৭০০ থেকে ২৭,২৬০ টাকা। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৭ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
HDFC এই পদ গুলোতে নিয়োগ করা হবে কোনপ্রকার কোন লিখিত পরীক্ষা ছাড়াই। HR এর মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে চাকরিতে। আগ্রহী চাকরিপ্রার্থীদের HDFC-এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। HDFC অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই সাইন আপ করার একটি অপশন সামনে আসবে। ওয়েবসাইটে সাইন আপ করার পর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে Apply অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর যাবতীয় যা তথ্য চাওয়া হবে সেগুলো পুরণ করে দিলেই আবেদনপত্র জমা পরে যাবে।
Disclaimer: আপনার যদি HDFC ব্যাংকের এই দুই পদের জন্য আবেদন করতে কোন রকম কোন সমস্যা হয় তাহলে আপনি YouTube এর সাহায্যে নিতে পারেন। এছাড়াও আপনি গুগল সার্চ করেও এই বিষয়ে সাহায্য পেতে পারেন।