সম্প্রতি ২০০০ টাকার নতুন নোট বাতিল করে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI, আর নোট বাতিলের পরেই যাদের কাছে ২০০০ টাকার নোট ছিল তাঁরা লাইন ধরেছেন ব্যাংকে। যদিও RBI-এর তরফ থেকে জানানো হয় যে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদল করা যাবে ২০০০ টাকার নোট। কিন্তু এর মধ্যেই RBI- এর তরফ থেকে জারি করা হয়েছে নতুন এক নির্দেশিকা। যার জেরে ব্যাংকে উপচে পড়ছে মানুষের ভিড়। তবে ভিড় উপচে পড়বেই বা না কেন, কারণ লাস্ট ডেট ঘোষণা করা হয়েছে এই মাসের ৩০ জুন (Jun) পর্যন্ত।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, RBI সম্প্রতি ব্যাংকের লকার (Bank locker) নিয়ম পরিবর্তন করেছে। যাদের ব্যাংকে লকার রয়েছে তাদের ব্যাংকে গিয়ে একটি কাগজে সই করতে হবে। যার শেষ তারিখ বলা হয়েছে ৩০ জুন পর্যন্ত। অর্থাত্ হাতে আর মাত্র ২৪ দিনের মতো সময় আছে ব্যাংকে গিয়ে লকার সম্বন্ধিত ঐ কাগজে সই করার জন্য।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩০ জুনের পর থেকে SBI ও আরও অন্যান্য সরকারি ব্যাংক তাদের লকার (Bank Locker) সংক্রান্ত নিয়মের বড়বড় পরিবর্তন করতে চলেছে। যাদের SBI সহ আরো বিভিন্ন ব্যাংকে লকার রয়েছে তাদের এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো বিপদের মুখে পড়তে চলেছেন তাঁরা। চলুন জেনে নিই কি সেই নতুন নিয়ম।
RBI-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে, দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক SBI সহ আরো বিভিন্ন ব্যাংকে ৩০ জুনের মধ্যে যে সমস্ত গ্রাহকের লকার আছে তাদের সংশোধিত লকার চুক্তিতে স্বাক্ষর করে তা ব্যাংকের শাখায় গিয়ে জমা দিতে হবে। এবং ব্যাংকের তরফ থেকে একটি ফর্ম জারি করা হয়েছে এই বিষয়ে, যা ব্যাংকের ওয়েবসাইটে (website) এবং ব্রাঞ্চে (branch) গেলে দুই জায়গাতেই মিলবে, এবং সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে নিকটবর্তী নিজ নিজ ব্যাংকের শাখায়।
কেন এই নতুন নিয়ম জারি করলো RBI?
রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই চুক্তি বা নিয়ম জারি করার কারণ হচ্ছে ব্যাংকে যদি কখনো অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে কিংবা ব্যাংকে যদি ডাকাতি অথবা অবহেলা বা ব্যাংক কর্মচারীদের পক্ষ থেকে কোনও ধরনের ঘটনা ঘটে তাহলে ব্যাংকের তরফ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে গ্ৰাহকদের। এই ক্ষতিপূরণের পরিমাণ হবে লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণের সমান।