Wednesday, November 20, 2024

এই ৩ কাজে কখনো নেয়া উচিত নয় ব্যক্তিগত লোন, নয়তো হয়ে যাবেন সর্বস্বান্ত! সতর্ক করে RBI’ও

কখনো কখনো জীবনে এমন কঠিন সময় আসে যে তখন অর্থের খুব প্রয়োজন পড়ে। এমতাবস্থায় অনেকেই তখন লোন নেওয়ার কথা ভেবে থাকেন বিশেষ করে ব্যক্তিগত লোন (person loan)। কিন্তু চাইলেই তো আর ব্যাক্তিগত লোন পাওয়া সম্ভব নয়, এর জন্য আপনার ক্রেডিট স্কোর (credit score) ভালো এবং আপনার নিয়মিত আয়ের একটি উৎস থাকতে হবে। তাহলেই মিলবে ব্যক্তিগত লোন। তবে আজকাল অনেকেরই ক্রেডিট স্কোর ভালো না থাকলেও বিভিন্ন এজেন্টের মাধ্যমে তাঁরা লোন নিয়ে থাকেন।

কিন্তু আপনি কি জানেন ৩ এমন ধরনের ব্যক্তিগত লোন আছে যা আপনার কখনো নেয়া উচিত নয়। এই লোন নিলে আপনি হয়ে যেতে পারেন সর্বস্বান্ত, আপনি ঋণের বোঝায় ডুবে যেতে পারেন। এমনকি এই বিষয়ে সবাইকে সতর্কও করে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI। চলুন জেনে নিই কোন ৩ ধরনের ব্যক্তিগত ঋণ নেবেন না।

১)‌‌ বিলাসবহুল পণ্য: বিলাসবহুল পণ্য কেনার জন্য ব্যক্তিগত ঋণ নেওয়া কখনো উচিত নয়। এর মধ্যে রয়েছে দামি গাড়ি, দামি মোবাইল ফোন সহ আরো ইত্যাদি। এমন ঋণের জন্য আপনি আর্থিক ভাবে দেউলিয়া হয়ে যেতে পারেন। কারণ এই ঋণ আপনার আয় বাড়াতে পারে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rupee

২) শেয়ার কিনতে লোন: আপনি যদি অল্প সময়ে ধনী হবার জন্য ব্যক্তিগত ঋণ নিয়ে সেই টাকা সেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন বলে ভেবে থাকেন তাহলে আপনি বড় ধরনের ভুল করছেন। কারণ সেয়ার বাজার যথাযথ ঝুঁকিপূর্ণ। এখানে সেয়ারের দাম কখন বাড়বে-কমবে কেউ বলতে পারে না। এমতাবস্থায় ব্যক্তিগত ঋণ নিলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন।

৩) ঋণ পরিশোধ: ঋণ যদি নিতেই হয় তাহলে ব্যক্তিগত ঋণ কখনো নেবেন না। আপনি যদি কারো কাছ থেকে ব্যক্তিগত ঋণ নেন এবং ১টি কিস্তির টাকা যদি আপনি পরিশোধ করতে ভুলে যান তাহলে সেই জায়গায় ২টি কিস্তি আপনার উপরে চেপে বসবে। ফলে আপনি ঋণ পরিশোধ করতে হিমশিম খেয়ে যাবেন।

আপনার জন্য
WhatsApp Logo