Monday, September 16, 2024

আবেদন করলেই মিলবে ১ লক্ষ টাকা, পড়ুয়াদের বড়সড় স্কলারশিপ দিচ্ছে এই সংস্থা, আবেদন করুন এভাবে

গরীব-দুস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশুনা চালিয়ে নিয়ে যেতে স্কলারশিপ (scholarship) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বহু সরকারি ও বেসরকারি সংস্থা তাদের স্কলারশিপের মাধ্যমে টাকা দিয়ে থাকে। অপরদিকে সবে মাত্র মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। তাই যে সমস্ত গরিব ঘরের মেধা ছাত্র-ছাত্রী আছে তাদের পড়া লেখায় আর্থিক সাহায্য করতে সরকারের একটি সংস্থা দিচ্ছে মোটা টাকার স্কলারশিপ। তবে শুধু মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা নয়, আপনি যেই স্তরেই পড়াশুনো করুন না কেন আপনিও আবেদন করলে মোটা টাকার এই স্কলারশিপ পাবেন।

বিদ্যাসারাথী স্কলারশিপের মাধ্যমে মেধা ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে ১ লক্ষ টাকার স্কলারশিপ। এই টাকা সরকারে একটি সংস্থা Protean eGov Technologies Limited– এর পক্ষ থেকে গরিব ও দুস্থ (মেধা) ছাত্র-ছাত্রীদের দেয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে প্রতিবছরই স্কলারশিপের আয়োজন করে থাকে এই সংস্থাটি।

কি ভাবে আবেদন করবেন বিদ্যাসারাথী স্কলারশিপে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিদ্যাসারাথী স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট vidyasaarathi.co.in যেতে হবে। এরপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি (Email I’d) দিয়ে নাম নথিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিপত্র জমা করার মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন নথিপত্র জমা করার মাধ্যমে যেন কোন ভুলত্রুটি না হয়।

Students

কারা পাবে এই স্কলারশিপে টাকা?

জেনারেল, তপশিলি ও ওবিসি ক্যাটেগরির ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ পাবে। এছাড়াও এই স্কলারশিপ পেতে হলে পরিবারের বাৎসরিক আয় পাঁচ লাখ টাকার কম হতে হবে এবং ITIDiploma স্তরের পড়ুয়ারাও এই স্কলারশিপে জন্য আবেদন করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ কথা বিদ্যাসারাথী স্কলারশিপে বিষয়ে:

আবেদনকারীর অনলাইনে (Online) তার স্কলারশিপের স্ট্যাটাস (Status) দেখতে পাবে। যদি স্ট্যাটাসে লেখা থাকে এপ্রুভ (Aprove) তাহলে তার ব্যাংক একাউন্টে স্কলারশিপে টাকা ঢুকে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo