Friday, November 22, 2024

নিজের নামে নেওয়া যাবে না যত খুশি সিম, করা যাবে না বিনা কারণে ফোন! সিমকার্ড নিয়ে কেন্দ্র আনছে কড়া নিয়ম

ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতর হচ্ছে কেন্দ্র। নিয়মে করছে নানা ধরনের বদল, এবার সিমকার্ড (Sim card) নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি হতে চলেছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশে কমতে চলেছে সাইবার দুর্নীতিগ্রস্তদের সংখ্যা। বন্ধ হবে ভুয়ো সিমকার্ডের ব্যবহার।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এতো দিন পর্যন্ত একজন ব্যক্তি সর্বোচ্চ নিজের নামে ৯টি সিমকার্ড ইস্যু করতে পারতেন। সঠিক কাগজপত্র দেখানোর মাধ্যমে একজন ব্যক্তির নামে ৯টি সিমকার্ড ইস্যু করা ছিল স্বাভাবিক ব্যাপার। তবে এবারে তা হচ্ছে না, টেলিকম ডিপার্টমেন্টের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে একজন ব্যক্তি নিজের নামে কেবলমাত্র ৪টি সিমকার্ড ইস্যু করতে পারবেন। ফলে দেশে কমবে সাইবার প্রতারণার মামলা। এখানেই শেষ নয়, TRAI এর নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে কোন ব্যক্তি বিনা কারণে কাউকে কল কিংবা SMS পাঠাতে পারবেন না, যদি তিনি এই কাজ করেন তাহলে তার সিমকার্ডটি বাতিল করা হতে পারে। পাশাপাশি জেল ও জরিমানা তো আছেই।

SIM card rules

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TRAI জানায় যে, এমন বহু কম্পানি আছে যারা কিনা প্রমোশনের জন্য মানুষকে কল কিংবা SMS পাঠাতো। যার অধিকাংশই ছিল spam call বা spam SMS, ১ মে থেকে এই নিয়ম লাগু হয়ে গিয়েছে যে, এবার থেকে এসব কম্পানি গুলো কাউকে আর spam call বা spam SMS পাঠাতে পারবেন না। যদি কোন কম্পানি TRAI এর নির্দেশে অমান্য করে এসব করে তাহলে সেই কম্পনির লাইসেন্স বাতিল করা হতে পারে, রয়েছে মোটা অংকের জরিমানাও। তবে শুধু টেলিপোর্ট কম্পানি গুলো নায়, আপনিও যদি আপনার কোন বন্ধু কিংবা আত্মীয়কে বিনা কারণে কল অর্থাৎ spam call কিংবা spam SMS পাঠান তাহলে আপনার বিরুদ্ধেও কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

জানিয়ে রাখি যে, ভারত ক্রমশ ডিজিটাল ইন্ডিয়ার (digital India) দিকে ঝুঁকেছে। তবে ডিজিটাল যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাইবার প্রতারণা। তাই সাইবার প্রতারণা মুক্ত ডিজিটাল ইন্ডিয়া গড়তে একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার।

আপনার জন্য
WhatsApp Logo