Wednesday, October 16, 2024

SBI গ্রাহকদের জন্য বড় খবর: আচমকাই লক হয়ে যাচ্ছে বহু মানুষের একাউন্ট! চালু করতে লাগবে এ কাগজ

আপনি কি একজন SBI গ্রাহক? সম্ভবত SBI গ্রাহক। কারণ এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের নাম হচ্ছে SBI, এতে একাউন্ট রয়েছে কোটি কোটি মানুষের। তবে এবারে SBI গ্রাহকদের জন্য একটি বড় খবর উঠে আসছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার লক্ষ লক্ষ মানুষের SBI একাউন্ট লক হয়ে যাচ্ছে, এমন বহু মানুষ ব্যাংকের তরফ থেকে এধরনের একটি SMS পেয়েছেন। এবং SMS পেয়ে ঘাবড়ে গিয়েছেন অনেকে। সেই মেসেজে লেখা আছে একাউন্ট সচল করতে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র ব্যাংকের ওয়েবসাইটে জমা করতে। আর তাহলেই একাউন্ট পুনরায় এক্টিভ (Active) হবে।

আপনাদের জানিয়ে রাখি যে, এধরনের SMS যদি আপনি পেয়ে থাকেন তাহলে ঘাবড়ানোর কোন কারণ নেই। কারণ এই SMS ব্যাংকের তরফ থেকে পাঠানো হয়নি। আসলে কিছু অসাধু মানুষ একাউন্ট থেকে টাকা লুট করার জন্য এধরনের SMS SBI গ্রাহকদের ফোনে পাঠাচ্ছেন। আপনি যদি SMS পাঠানো লিঙ্কে ভুলেও ক্লিক করেন তাহলে নিমিষেই আপনার ব্যাংক একাউন্ট খালি হয়ে যাবে।
SBI
আপনাদের জানিয়ে রাখি যে, খোদ SBI কর্তৃপক্ষ গ্রাহকদের সচেতন করেছে এই বিশেষে। তাঁরা টুইটারে (Twitter) একটি পোস্ট করে গ্রাহকদের জানান যে, ফোনে SMS মাধ্যমে আসা বার্তা যেখানে বলা হয়েছে যে, আপনার একাউন্ট লক হয়ে গেছে, এটা একটা ফেক মেসেজ (Fake massage)। এবং এতে ক্লিক করতে বারণ কথা হয়েছে SBI গ্রাহকদের। প্রয়োজনে এধরনের মেসেজ আসলে তা Report.phishing@sbi.co.in এ জানানোর জন্য বলা হয়েছে।
আপনার জন্য
WhatsApp Logo