Tuesday, December 3, 2024

SBI নিয়ে এলো প্রচুর শূন্য পদ, বেতন ৭৮,০০০ টাকা, ৪২ বছর বয়সেও করা যাবে আবেদন

দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নিয়ে এসেছে নিয়োগ সংক্রান্ত প্রচুর শূন্য পদ। দেশের যে সমস্ত বেকার যুবক-যুবতীরা ব্যাংকিং লাইনে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য অতি আনন্দের খবর এটি। জানা গেছে যে, SBI বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের জন্য লোক নিচ্ছে। নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি SBI ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।

SBI- এর বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের বেতন হচ্ছে ৩৬,০০০ থেকে ৭৮,২৩০ টাকা। বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৫ জুন। তবে সবথেকে আনন্দের ব্যাপার হচ্ছে SBI-এর এই বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদে ৪২ বছর বয়সী লোকেরাও আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৪২ বয়সী চাকরি প্রার্থীরা SBI-এর এই বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের আবেদন করার যোগ্য। একই সঙ্গে ওবিসি, ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের অনলাইনে আবেদন জন্য ৭৫০ টাকা ফি দিতে হবে তাদের। তবে তফসিলি উপজাতি এবং PWD চাকরি প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না SBI এর এই পদে আবেদন করার জন্য।

Job

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে আবেদন করবেন?

SBI-এর এই বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের আবেদন করার জন্য sbi.co.in- এই ওয়েবসাইট যেতে হবে আপনাকে। এরপর Catagory অপশন বেছে নিয়ে স্পেশালিস্ট ক্যাডার অফিসারদের নিয়োগের অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে তাতে অনুরোধ করার সমস্ত তথ্য এবং শংসাপত্র ব্যবহার করে লগইন (login) করতে হবে। এরপর আবেদন পত্রটি এলে তা প্রয়োজনীয় নথি সহ পূরণ করে আপলোড করে দিয়ে এবং শেষে পেমেন্ট করে দিতে হবে। এখানেই শেষ নয়, এরপর আবেদন পত্রটি ডাউনলোড (Download) করে তা রেফারেন্স হিসেবে নিজের কাছে রেখে দিতে হবে।

আপনাদের জানিয়ে রাখি যে, SBI- এর বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদে ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য চাকরিপ্রার্থীদের। এবং চাকরি প্রার্থীর স্নাতক পাশ হওয়া অবশ্যই জরুরি।

আপনার জন্য
WhatsApp Logo