মাত্র ৪০০ টাকা দিয়ে শুরু হচ্ছে SBI-র এই স্কিম, বিশ্বাস করে টাকা রাখলে দুই দিনেই টাকা হবে ডবল

নিজের কাছে জমা পড়ে থাকা টাকায় ময়লা জমানোর থেকে ভালো হয়, সেই টাকাটা কোনো ভালো জায়গায় বা ভালো স্কিমে জমা করে রাখা। ভারতে টাকা বিনিয়োগ করার জন্য অনেক বিকল্প রয়েছে। তার মধ্যে একটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI-ভারতের নাগরিকদের জন্য নতুন এক স্কিম (SBI scheme)  বা প্যান চালু করেছে। SBI-এর এই বিশেষ প্ল্যানে রয়েছে প্রচুর পরিমাণ সুদ। যারা বতর্মানে কোনো জায়গায় টাকা জমানোর প্ল্যান করছেন, তারা অবশ্যই SBI-এর এই নতুন Fixed Deposit Plan সম্পর্কে পড়ে দেখতে পারেন।।

SBI Amrit Kalash Plan কী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI Amrit Kalash Plan-এ নাগরিকরা দুই ধরনের সুদ পাবেন। যে সমস্ত প্রবীণ নাগরিক এসবিআই অমৃত কালাশ প্ল্যানে টাকা জমা করবেন, তারা এখান থেকে ৭.৬ শতাংশ সুদ পাবেন এবং অন্যান্য যেসমস্ত সাধারণ নাগরিকরা রয়েছেন, তারা যদি এসবিআই অমৃত কালাস প্ল্যানে টাকা জমা করেন? তাহলে তারা এখান থেকে ৭.১ শতাংশ সুদ পাবেন তাঁর। যেকোনো ভারতীয় নাগরিক SBI-এর এই বিশেষ সুবিধা নিতে পারেন।।

কত টাকা সুদ পাবেন?

SBI

এসবিআই অমৃত কালাশ প্ল্যানে আপনি শুধুমাত্র 400 দিনের জন্যই টাকা রাখতে পারবেন অর্থাৎ এক বছরের থেকে কিছুদিন বেশি এই নির্দিষ্ট সময়। যদি কোনো সিনিয়র সিটিজেন্ট (senior citizen) এসবিআই অমৃত কালাশ প্ল্যানে টাকা জমা করেন তাহলে তিনি তার জমা করা টাকার উপর ৭.৬ শতাংশ সুদ পাবেন এবং অন্যদিকে, অন্যান্য নাগরিকরা ৭.১% সুদ পাবেন। এইভাবে সিনিয়র সিটিজেন তার এক লক্ষ টাকায় ৪০০ দিন পরে মোট পাবেন ৮৬০০ টাকা এবং অন্যান্য নাগরিকরা এখান থেকে সুদ পাবেন ৮০১৭ টাকা।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment