Saturday, December 21, 2024

চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর, কেন্দ্রের এই সেক্টরে হতে চলেছে বিশেষ নিয়োগ! জারি হলো বিজ্ঞপ্তি

যারা চাকরিপ্রার্থী আছেন কিংবা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আমার। জানা গেছে যে, এবারে কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ সেক্টরে হতে চলছে নিয়োগ। ইতিমধ্যেই সেই নিয়োগ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি (Notification) জারি করা হয়েছে দেশব্যাপী সকল বেকার যুবক-যুবতীদের জন্য। তাই আপনি যদি কেন্দ্রের সেই গুরুত্বপূর্ণ সেক্টরে চাকরি করতে চান তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। এই প্রতিবেদনটিতে আমরা জানাতে চলেছি কিভাবে আপনি কেন্দ্রের সেই গুরুত্বপূর্ণ সেক্টরে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা লাগবে সবকিছু।

কেন্দ্রীয় সরকারের সেই গুরুত্বপূর্ণ সেক্টরের নাম হচ্ছে বিকাশ নিগম লিমিটেডে (Rail Vikas Nigam Limited)। ইতিমধ্যেই এই সেক্টরের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রের বিকাশ নিগম লিমিটেডে জেনারেল ম্যানেজারডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। যার শূন্যপদ প্রকাশ করা হয়েছে এই মুহূর্তে ৪টি। বিকাশ নিগম লিমিটেডে আপনাকে অফলাইনে (offline) আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোন রকম কোন আবেদন ফি (application fees) নেয়া হবে না কারো কাছ থেকে। তাহলে জানুন কিভাবে আবেদন করতে হবে।

কেন্দ্রের বিকাশ নিগম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার পদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদন করার জন্য এর পোর্টাল থেকে অফিসিয়াল ফর্মটি ডাউনলোড করে তাতে আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের কপি দিয়ে পাঠাতে হবে নিচে দেওয়া ঠিকানায়। এবং ফর্ম ডাউনলোড করুন এই লিঙ্কে ক্লিক করে: ডেপুটি জেনারেল ম্যানেজার পদ: click , জেনারেল ম্যানেজার পদ click

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

employment

এই ঠিকানায় পাঠান ফর্মটি: Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K Puram, New Delhi-110066।

আপনাদের জানিয়ে দেই যে, বিকাশ নিগম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার পদে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৭ জুন, ২০২৩। যার নিয়োগ হতে চলেছে পুরো দেশব্যাপি। এই পদে চাকরি পেতে হলে অবশ্যই চাকরি প্রার্থীকে যে কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে CA/ ICWA/ CMA কিংবা BE/ B.Tech পাশ করতে হবে। জানিয়ে রাখি যে, আবেদন পত্র পাঠানোর পর ইন্টারভিউ মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আপনার জন্য
WhatsApp Logo